Ajker Patrika

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ, আহত ৬ 

ঢামেক প্রতিবেদক
মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ, আহত ৬ 

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন আলী হোসেন (৬৮), তাঁর স্ত্রী সালমা বেগম (৫৬), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), অটোরিকশার চালক আইনুল হক (৫০) এবং আরেক অটোরিকশার চালক আব্দুর রব (৩৫)।

আহত আলী হোসেন জানান, তাদের বাসা দনিয়া কলেজের পেছনে। আলেয়া বেগম অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতাল যান তারা চারজন। চিকিৎসা শেষে তারা চারজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে দনিয়ার বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠলে দুর্ঘটনার শিকার হন।

আহত চালক আইনুল হক জানান, চানখাঁরপুল থেকে ফ্লাইওভারে ওঠার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ওভারটেক করে চলে যায়। তখন মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে সামনে একটি প্রাইভেটকার পরে। সজোরে ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশের লেনে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ তিনি আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত