Ajker Patrika

ঢামেকে টিকা নিতে না পেরে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢামেকে টিকা নিতে না পেরে প্রবাসীদের বিক্ষোভ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা নিতে না পেরে বিক্ষোভ করেছে প্রবাসীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ টিকা কেন্দ্রের সামনে তাঁরা এই বিক্ষোভ করেন। এ সময় ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দিলে পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পরে জাতীয় প্রেসক্লাবের দিকে চলে যায়। 

চাঁদপুর থেকে ঢাকা মেডিকেলে টিকা নিতে আসা নাইম ইসলাম নামের এক প্রবাসী বলেন, ২ মাস আগে টিকার জন্য নিবন্ধন করেছি। গত ৬ সেপ্টেম্বর আমার মেসেজ আসছে, এরপরের দিন আমি ঢাকা মেডিকেলে আসি। ওই দিন আমাকে টিকা দেওয়া হয়নি। তখন আমাকে আজকে আসার কথা বলে। সেই কথা মতো আজ ফজরের পর আমি এই টিকাকেন্দ্রে এসে লাইনে দাঁড়াই। এরপর বলছে আমাদের আজকেও টিকা দেওয়া হবে না। 

নাইম বলেন, আমাদের অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ চলে যাচ্ছে। সবাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক। তাঁরা সবাই এজেন্সিতে টাকা দিয়ে রাখছে। আমরা এই ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছি। টিকা দেওয়ার ব্যাপারে আমাদের সেইভাবে কোনো আশ্বস্তও করছে না। আমরা দাবি জানাচ্ছি প্রবাসীদের যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। 

শহীদ মিনারে বিক্ষোভ করতে থাকা দেলোয়ার হোসেন নামে আরেক প্রবাসী বলেন, আজকে টিকা নেওয়া তারিখ উল্লেখ করে গত সোমবার আমার মেসেজ এসেছে। আজ সকালে এখানে এসে লাইনে দাঁড়াই। সকাল সাড়ে ৯টার দিকে আমাদের বলা হয় আজ টিকা নেই। এর আগে যেদিন টিকার জন্য আসি তখন তারা বলে দেয় যে আজ শনিবার আসলে আমরা টিকা পাব। কিন্তু আজকে আমরা আসার পরে তারা আমাদের বলে ভ্যাকসিন নাই। 

এ সময় অনেকেই দাবি করেন তাদের আজ শনিবারে টিকা গ্রহণে তারিখ দিয়ে এসএমএস আসছে। 

প্রবাসীদের ঢাকা মেডিকেলের বহির্বিভাগে বিক্ষোভ করার সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের হাসপাতাল সীমানার বাইরে বের করে দেন। পরে তারা পাশের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা দল বেঁধে সেখান থেকে জাতীয় প্রেসক্লাবে যায়। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা কোনো প্রবাসীকেই আজকে প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য ম্যাসেজ দিইনি। আজ যারা এসেছেন তারা আগের তারিখে টিকা নেওয়ার ম্যাসেজ ছিল। তখন তাঁরা বিভিন্ন কারণে আসতে পারেনি। এখন তাঁরা এসে টিকা নিতে চাচ্ছে। আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্ম চালু আছে, আমরা তাদের সিনোফার্মার টিকা নিতে অফার করেছি যে, সিনোফার্মা আমাদের এখানে চলমান আপনারা এটা নিতে পারেন। 

পরিচালক বলেন, কিছু প্রবাসী যাদের সিনোফার্মার টিকা নিলে চলবে, তাঁরা সিনোফার্মা নিচ্ছে। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না। তাদের আমরা বলছি আপনারা খবর রাখেন যখন সরকার এগুলো চালু করবে, তখন আপনারা আসবেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে আমরা তাদের বুঝিয়ে টিকা কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত