Ajker Patrika

মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা 

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী (৩৭)। ওই ছাত্রলীগ নেতার নাম মোস্তাফিজুর রহমান পারভেজ (২৯)। গতকাল শনিবার দুপুরে পল্লবী থানায় এই মামলাটি দায়ের করা হয়।

আজ রোববার বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘এক নারীকে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় মোস্তাফিজুর রহমান পারভেজ নামে এক তরুণের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তবে শুনেছি এখন ছাত্রলীগে নেই, বিয়ে করেছেন। বর্তমানে এনজিও চালান। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার নারী ফেসবুকে স্বদেশ এনজিওতে চাকরির বিজ্ঞাপন দেখে পারভেজের সঙ্গে যোগাযোগ করেন। পারভেজ তখন ওই নারীকে তাঁর অফিসে কাগজপত্রসহ দেখা করতে বলেন। গত ২৮ আগস্ট বিকেলে স্বদেশ এনজিওতে দেখা করতে যান ওই নারী। সেখানে আপত্তিকর প্রস্তাব দেন পারভেজ। এতে ওই নারী রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণ করেন পারভেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত