গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৮ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে