Ajker Patrika

সাজা ভোগ শেষেও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজা ভোগ শেষেও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

অনুপ্রেবেশের দায়ে সাজা ভোগের পরও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে এই সংক্রান্ত তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে সাজা খাটা শেষ হওয়া ভারতীয় কারাবন্দী গোবিন্দ উড়িয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। 

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে আটক করে বিজিবি। ওই দিনই মৌলভী বাজারের শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মামলা করে বিজিবি। বিচার শেষে আদালত গোবিন্দ উড়িয়াকে দুই মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

তবে দুই বছর পরও কারামুক্তি মেলেনি গোবিন্দ উড়িয়ার। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে গত ১১ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার। 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত