শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্যবহারিক বিষয়ে নম্বর জমা না দেওয়ায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্র সচিব অতিরিক্ত টাকা চাইলেও তা না পেয়ে ইচ্ছাকৃতভাবে নম্বর বোর্ডে পাঠাননি। তবে কেন্দ্র সচিব সার্ভার সমস্যার কথা বলেছেন।
আজ রোববার দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুন একযোগে প্রকাশিত হয় এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর জানা যায়, ওইসব শিক্ষার্থী ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ের ব্যবহারিক নম্বর না থাকায় সবাই ওই বিষয়ে ফেল করেছেন।
শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘আমি ভালো পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষায় ভালো নম্বরও পেয়েছি। কিন্তু ব্যবহারিক নম্বর না থাকায় ফেল দেখানো হয়েছে।’
অন্য আরেক শিক্ষার্থী অনি বলেন, ‘আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল। আমরা দেইনি। এখন ব্যবহারিক নম্বরই দেওয়া হয়নি। আমাদের এই ক্ষতির দায় কে নেবে?’
শিক্ষার্থী রুবাইয়া তাবাসসুমের মা রত্না আক্তার বলেন, ‘মেয়ের ফলাফল ফেল এসেছে শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আত্মহত্যার চেষ্টা করে। জানতে পেরেছি, ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। এতগুলো শিক্ষার্থীর জীবন নষ্ট হওয়ার দায় কে নেবে?’
পেলাইদ আদর্শ কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট মো. কামরুল হাসান বলেন, ‘এতে কেন্দ্র সচিবের গাফিলতি অবশ্যই রয়েছে।’
অভিযোগের বিষয়ে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, ‘সার্ভারের সমস্যার কারণে বিষয়টি হয়েছে। নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। আগামী ১৭ জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্যবহারিক বিষয়ে নম্বর জমা না দেওয়ায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্র সচিব অতিরিক্ত টাকা চাইলেও তা না পেয়ে ইচ্ছাকৃতভাবে নম্বর বোর্ডে পাঠাননি। তবে কেন্দ্র সচিব সার্ভার সমস্যার কথা বলেছেন।
আজ রোববার দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুন একযোগে প্রকাশিত হয় এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর জানা যায়, ওইসব শিক্ষার্থী ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ের ব্যবহারিক নম্বর না থাকায় সবাই ওই বিষয়ে ফেল করেছেন।
শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘আমি ভালো পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষায় ভালো নম্বরও পেয়েছি। কিন্তু ব্যবহারিক নম্বর না থাকায় ফেল দেখানো হয়েছে।’
অন্য আরেক শিক্ষার্থী অনি বলেন, ‘আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল। আমরা দেইনি। এখন ব্যবহারিক নম্বরই দেওয়া হয়নি। আমাদের এই ক্ষতির দায় কে নেবে?’
শিক্ষার্থী রুবাইয়া তাবাসসুমের মা রত্না আক্তার বলেন, ‘মেয়ের ফলাফল ফেল এসেছে শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আত্মহত্যার চেষ্টা করে। জানতে পেরেছি, ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। এতগুলো শিক্ষার্থীর জীবন নষ্ট হওয়ার দায় কে নেবে?’
পেলাইদ আদর্শ কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট মো. কামরুল হাসান বলেন, ‘এতে কেন্দ্র সচিবের গাফিলতি অবশ্যই রয়েছে।’
অভিযোগের বিষয়ে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, ‘সার্ভারের সমস্যার কারণে বিষয়টি হয়েছে। নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। আগামী ১৭ জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে