Ajker Patrika

কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবন সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলাম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সৈয়দ আলীর ছেলে। বর্তমানে স্ত্রীকে নিয়ে সবুজবাগ বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানান, ‘রাতে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে যাবার পথে স্কাউট ভবন সংলগ্ন রাস্তায় একটি গাড়ি মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিয়েছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

এদিকে নিহত শহিদুলের শ্যালক জুবায়ের হোসেন জামিল জানান, শহিদুল ইসলাম মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। রাতে বাসায় ফিরছিলেন। পুলিশের মাধ্যমে তাঁরা দুর্ঘটনার খবর শুনতে পান। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, স্কাউট ভবনের পাশের একটি গলি থেকে একটি কুকুর হঠাৎ দৌড়ে তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে ডানদিকে বাঁক নেন। তখন পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত