রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে মারধর এবং হাতের নখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে উদ্ধার করে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত যুবকের নাম মুকুল মণ্ডল। তিনি মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের বিশু মণ্ডলের ছেলে। বুধবার বিকেলে একই ইউনিয়নের তেলিগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, ‘আমি মুকুল কাকার সঙ্গেই ছিলাম। পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে তা আনতে যাই। তখন কাকা চরহরিণাডাঙ্গা স্কুলের মাঠে ছিলেন। সে সময় চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত এসে তাঁকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তেলিগাঁতি স্কুলের মাঠে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে।’
মুকুলের চাচা নায়েব আলী জানান, খবর পেয়ে তাঁরা তেলিগাঁতি স্কুলে গিয়ে দেখেন মুকুলকে পিটিয়ে ফেলে রাখা হয়েছে। তখন সেখানে অপরিচিত দুই ব্যক্তি ছিলেন। তাঁরা মুকুলকে উদ্ধারে বাধা দেন। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহমেদ বলেন, ‘আহত যে রোগীকে নিয়ে আসা হয়েছিল, তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাম হাতের নখ তুলে ফেলা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাংশা থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর পাংশায় এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে মারধর এবং হাতের নখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে উদ্ধার করে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত যুবকের নাম মুকুল মণ্ডল। তিনি মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের বিশু মণ্ডলের ছেলে। বুধবার বিকেলে একই ইউনিয়নের তেলিগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, ‘আমি মুকুল কাকার সঙ্গেই ছিলাম। পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে তা আনতে যাই। তখন কাকা চরহরিণাডাঙ্গা স্কুলের মাঠে ছিলেন। সে সময় চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত এসে তাঁকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তেলিগাঁতি স্কুলের মাঠে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে।’
মুকুলের চাচা নায়েব আলী জানান, খবর পেয়ে তাঁরা তেলিগাঁতি স্কুলে গিয়ে দেখেন মুকুলকে পিটিয়ে ফেলে রাখা হয়েছে। তখন সেখানে অপরিচিত দুই ব্যক্তি ছিলেন। তাঁরা মুকুলকে উদ্ধারে বাধা দেন। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহমেদ বলেন, ‘আহত যে রোগীকে নিয়ে আসা হয়েছিল, তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাম হাতের নখ তুলে ফেলা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাংশা থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে পটুয়াখালীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
২ মিনিট আগেনওগাঁয় পুরোদমে চলছে বোরো ধান কাটার মৌসুম। মাঠজুড়ে সোনালি শীষের দোলা। আবহাওয়ার অনুকূলতা আর রোগবালাই না থাকায় এবার ধানের বাম্পার ফলন। তবে মাঠের এই সোনালি ফসল উজ্জ্বলতা ছড়ালেও ধানের দাম লাভজনক হবে কি না, তা নিয়ে কৃষকদের চিন্তা বাড়ছে।
৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও ছাত্রদলের এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিচার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সমালোচনা করে
১২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। আজ বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি।
১৭ মিনিট আগে