শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কচটেপে প্যাঁচানো বস্তু কুড়িয়ে পায় ৮ বছর বয়সী আব্দুল্লাহ। বল ভেবে খেলতে শুরু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আর এ সময় তার এক হাতের কবজি উড়ে যায়। সেই সঙ্গে মুখে গুরুতর আঘাত পায় তার খেলার সঙ্গী মারিয়া (৮)। তাৎক্ষণিক আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বাঘড়া তালুকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার দিনমজুর বাবু শেখের ছেলে এবং মারিয়া রিকশাচালক রুবেল শেখের মেয়ে। আহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিদিনের মতো আব্দুল্লাহ ও মারিয়া বাড়ির নিচে পরিত্যক্ত নিচু জমিতে খেলতে যায়। এ সময় আব্দুল্লাহ কুড়িয়ে পাওয়া স্কচটেপ প্যাঁচানো বস্তু নিয়ে খেলা শুরু করে। একপর্যায়ে বস্তুটির বিস্ফোরণ ঘটলে আব্দুল্লাহর ডান হাতের কবজি উড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা ঘটনাস্থলে মাংসপিণ্ড ও হাতের আঙুল পরে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠায়। মিটফোর্ড হাসপাতাল থেকে আব্দুল্লাহকে পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিশু আব্দুল্লাহর চাচি হেনা বেগম (৪০) জানান, প্রচণ্ড শব্দের পর ঘটনাস্থল ধোঁয়ায় কালো হয়ে যায়। বিস্ফোরণে সেখানে গাছের ছাল-বাকল উঠে গেছে। হাতের বিভিন্ন অংশ, স্কচটেপ ও লোহার ছোট ছোট স্ক্রু সেখানে পড়ে ছিল। পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।
ওই এলাকার দোকানি জিন্নাত ব্যাপারী বলেন, ‘হঠাৎ শব্দে মাটি কেঁপে ওঠে। তারপর কান্নাকাটির আওয়াজ শুনে এই বাড়িতে এসে দেখি আব্দুল্লাহর অবস্থা ভালো না।’
আব্দুল্লাহর ফুপু সখী বেগম (৩০) বলেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। গ্রামের লোকজন চাঁদা তুলে ওদের হাসপাতালে নিয়ে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কেউ হয়তো বোম বা ককটেল বানানোর পর তা ফেলে দিয়েছে। শিশুরা তা বুঝতে না পেরে হাতে নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটেছে। মেয়ে শিশুটির মুখে বিধে থাকা লোহার টুকরা থেকে বোঝা যায় এটি ককটেল।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিস্ফোরিত বস্তুটি ককটেল কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কচটেপে প্যাঁচানো বস্তু কুড়িয়ে পায় ৮ বছর বয়সী আব্দুল্লাহ। বল ভেবে খেলতে শুরু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আর এ সময় তার এক হাতের কবজি উড়ে যায়। সেই সঙ্গে মুখে গুরুতর আঘাত পায় তার খেলার সঙ্গী মারিয়া (৮)। তাৎক্ষণিক আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বাঘড়া তালুকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার দিনমজুর বাবু শেখের ছেলে এবং মারিয়া রিকশাচালক রুবেল শেখের মেয়ে। আহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিদিনের মতো আব্দুল্লাহ ও মারিয়া বাড়ির নিচে পরিত্যক্ত নিচু জমিতে খেলতে যায়। এ সময় আব্দুল্লাহ কুড়িয়ে পাওয়া স্কচটেপ প্যাঁচানো বস্তু নিয়ে খেলা শুরু করে। একপর্যায়ে বস্তুটির বিস্ফোরণ ঘটলে আব্দুল্লাহর ডান হাতের কবজি উড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা ঘটনাস্থলে মাংসপিণ্ড ও হাতের আঙুল পরে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠায়। মিটফোর্ড হাসপাতাল থেকে আব্দুল্লাহকে পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিশু আব্দুল্লাহর চাচি হেনা বেগম (৪০) জানান, প্রচণ্ড শব্দের পর ঘটনাস্থল ধোঁয়ায় কালো হয়ে যায়। বিস্ফোরণে সেখানে গাছের ছাল-বাকল উঠে গেছে। হাতের বিভিন্ন অংশ, স্কচটেপ ও লোহার ছোট ছোট স্ক্রু সেখানে পড়ে ছিল। পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।
ওই এলাকার দোকানি জিন্নাত ব্যাপারী বলেন, ‘হঠাৎ শব্দে মাটি কেঁপে ওঠে। তারপর কান্নাকাটির আওয়াজ শুনে এই বাড়িতে এসে দেখি আব্দুল্লাহর অবস্থা ভালো না।’
আব্দুল্লাহর ফুপু সখী বেগম (৩০) বলেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। গ্রামের লোকজন চাঁদা তুলে ওদের হাসপাতালে নিয়ে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কেউ হয়তো বোম বা ককটেল বানানোর পর তা ফেলে দিয়েছে। শিশুরা তা বুঝতে না পেরে হাতে নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটেছে। মেয়ে শিশুটির মুখে বিধে থাকা লোহার টুকরা থেকে বোঝা যায় এটি ককটেল।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিস্ফোরিত বস্তুটি ককটেল কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জা
৪০ মিনিট আগেনাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
১ ঘণ্টা আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
২ ঘণ্টা আগে