রাজবাড়ী প্রতিনিধি
ভিজিএফয়ের চাল বিতরণের সময় ১০ কেজির পরিবর্তে ৭ কেজি দেওয়ার কারণ জানতে চাওয়ায় রাজবাড়ীতে তিন সাংবাদিকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি-গালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক ইউপি চেয়ারম্যানসহ তার সহযোগীরা।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে বিকেলে রাজবাড়ী থানায় লাঞ্ছিত ওই সাংবাদিকেরা অভিযোগ দায়ের করেছে। সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ওই চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম শেখ মো. ওহিদুজ্জামান। সে সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ভুক্তভোগী ওই সাংবাদিকেরা হলেন ইমরান হোমেন মনিম, আতিয়ার রহমান ও শহিদুল ইসলাম।
সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, ‘আমিসহ কয়েকজন সহকর্মী মুলঘর ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সগ্রহ যাই। সেখানে গিয়ে দেখি ১০ কেজি চালের পরিবর্তে ৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এমন অনিয়মের তথ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। পরে তার সঙ্গোপাঙ্গো এসে চড়াও হন। তখন পরিষদের বাড়ান্দা থেকে চেয়ারম্যান এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার হুমকি দেন। এ সময় আমার সঙ্গে থাকা অন্য সহকর্মীদের ওপরও হামলা করে তাদের কাছে থাকা একটি ক্যামেরা, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।’
রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘সাংবাদিকদের লাঞ্ছিতে বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে।’
এদিকে তিন সাংবাদিকে লাঞ্ছিতের ঘটনায় জেলায় কর্মরত অন্য সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান।
ভিজিএফয়ের চাল বিতরণের সময় ১০ কেজির পরিবর্তে ৭ কেজি দেওয়ার কারণ জানতে চাওয়ায় রাজবাড়ীতে তিন সাংবাদিকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি-গালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক ইউপি চেয়ারম্যানসহ তার সহযোগীরা।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে বিকেলে রাজবাড়ী থানায় লাঞ্ছিত ওই সাংবাদিকেরা অভিযোগ দায়ের করেছে। সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ওই চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম শেখ মো. ওহিদুজ্জামান। সে সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ভুক্তভোগী ওই সাংবাদিকেরা হলেন ইমরান হোমেন মনিম, আতিয়ার রহমান ও শহিদুল ইসলাম।
সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, ‘আমিসহ কয়েকজন সহকর্মী মুলঘর ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সগ্রহ যাই। সেখানে গিয়ে দেখি ১০ কেজি চালের পরিবর্তে ৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এমন অনিয়মের তথ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। পরে তার সঙ্গোপাঙ্গো এসে চড়াও হন। তখন পরিষদের বাড়ান্দা থেকে চেয়ারম্যান এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার হুমকি দেন। এ সময় আমার সঙ্গে থাকা অন্য সহকর্মীদের ওপরও হামলা করে তাদের কাছে থাকা একটি ক্যামেরা, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।’
রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘সাংবাদিকদের লাঞ্ছিতে বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে।’
এদিকে তিন সাংবাদিকে লাঞ্ছিতের ঘটনায় জেলায় কর্মরত অন্য সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৭ মিনিট আগেগত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কোটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
৩৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির
৪৪ মিনিট আগেসিগারেটের দাম বাড়ালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে