Ajker Patrika

শিরকের অভিযোগে শতবর্ষী বটগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৫, ১৭: ৪১
মাদারীপুরে শিরকের অভিযোগে কাটা হলো শতবর্ষী বটগাছ। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে শিরকের অভিযোগে কাটা হলো শতবর্ষী বটগাছ। ছবি: আজকের পত্রিকা

শিরকের অভিযোগে মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় সামাজিক বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবের স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

এর আগে সদর উপজেলার সিরখাড়া ইউনিয়নের কুমার নদের পাশে শতবর্ষী একটি বটগাছের গোড়ায় লোকজন নানা ধর্মীয় বিশ্বাসে মোমবাতি, আগরবাতি জ্বালাতেন। পাশাপাশি নতুন গামছা, কাপড়, মিষ্টি, নাড়ু, হাঁড়ি-পাতিলসহ নানা জিনিসপত্র রেখে যেতেন। এমনকি গাছের শিকড়, ডালপালা ও মাটি নিয়ে যেতেন।

গেল বৈশাখে বটগাছের নিচে মেলা ও বাউলগানের আয়োজন করেন স্থানীয় লোকজন। এতে বাধা দেন আলেম-ওলামারা। পাপ ও শিরকের অভিযোগ এনে গত সোমবার শতবর্ষী গাছটি কেটে ফেলেন তাঁরা। গাছ কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এতে নড়েচড়ে বসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘সদর উপজেলার চরঘুনসি এলাকার বাসিন্দা আব্দুর সাত্তার হাওলাদারের মালিকানাধীন গাছটি ১ হাজার ৫০০ টাকায় আলেমরা ক্রয় করার পরপরই এই ঘটনার সূত্রপাত। বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত