Ajker Patrika

মুন্সিগঞ্জে বিএনপিকর্মী হত্যাচেষ্টা মামলায় তাঁতি লীগ নেতা কারাগারে

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭: ০০
নাদিম হায়দার। ছবি: সংগৃহীত
নাদিম হায়দার। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় নাদিম হায়দার (৩৫) নামের এক তাঁতি লীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আমলি আদালত-১ এর বিচারক জুলফিকার হোসেন রনি জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল সোমবার গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাঁজপুর গ্রামের নিজ বাড়ি থেকে নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা তাঁতি লীগের সহসভাপতি। এ ছাড়া নাদিম হায়দার খবর বাংলাদেশ নামের একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, সিরাজদীখান থানা-পুলিশের সহযোগিতায় নাদিম হায়দারকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ মঞ্জিল গত ১ নভেম্বর সদর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের তদন্তে নাদিম হায়দারের নাম উঠে এসেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত