Ajker Patrika

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪ 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৫: ১০
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪ 

ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। আজ রোববার ভোররাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মেরিনা আক্তার (৩২), জুনায়েদ (৩), হুমায়ূন কবির (৪৮) ও আ. রউফ হাওলাদার (৫০)। নিহতদের বরিশালের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকা থেকে ঝালকাঠির দিকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। আহত হন ১০ জন।

উপপরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার করে। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত