নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে