Ajker Patrika

নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে টিসিবির কার্যক্রম চলবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫: ৩৯
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে টিসিবির কার্যক্রম চলবে: বাণিজ্যমন্ত্রী

নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি। 
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’

কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।

কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’ 
 
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।

এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত