ঢামেক প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিলে সিএনজি চালিত অটোরিকশার সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আশরাফ হোসাইন (৪২) নামে এক চালক মারা গেছেন।
আজ সোমবার বিকেল চারটার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই সিএনজি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যু ঘোষণা করেন।
ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ওই সিএনজি চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সামনে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে থাকা দুজন যাত্রী সামান্য আহত হন। তবে চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাতিরঝিল থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই চালককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’ পথচারীরা জানান, সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আশরাফের মামা মাহতাব উদ্দিন মুঠোফোনে বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ, কে স্কুলের পিছনে একটি বাসায় স্ত্রী রোজিনা আক্তার ও এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন আশরাফ। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাইতেন তিনি।
রাজধানীর হাতিরঝিলে সিএনজি চালিত অটোরিকশার সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আশরাফ হোসাইন (৪২) নামে এক চালক মারা গেছেন।
আজ সোমবার বিকেল চারটার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই সিএনজি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যু ঘোষণা করেন।
ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ওই সিএনজি চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সামনে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে থাকা দুজন যাত্রী সামান্য আহত হন। তবে চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাতিরঝিল থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই চালককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’ পথচারীরা জানান, সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আশরাফের মামা মাহতাব উদ্দিন মুঠোফোনে বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ, কে স্কুলের পিছনে একটি বাসায় স্ত্রী রোজিনা আক্তার ও এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন আশরাফ। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাইতেন তিনি।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৯ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৯ মিনিট আগে