সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. জুলহাস ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত জুলহাস ফকির জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ১৬ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ফকিরপাড়া গ্রামের জুলহাস ফকিরের বাড়ির শিশুদের সঙ্গে প্রতিবেশী মজিবরের বাড়ির শিশুদের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে জুলহাস ফকিরসহ ৯ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন মো. মজিবর। ওই মামলায় জুলহাস ফকিরসহ অন্য আসামিরা বুধবার আদালত থেকে জামিনে আসেন।
নিহতের ভাগনে সেলিম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় জয়মন্টপ বাসস্ট্যান্ডে মজিবর ওরফে মজিবরের ছেলে আলাল ও দুলাল, একই এলাকার আব্দুল বারেকের ছেলে শাকিব, পিয়ার আলীর ছেলে সাগর সিকদার দেশীয় অস্ত্র নিয়ে জুলহাস ফকিরের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা জুলহাস ফকিরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের স্বজনেরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. জুলহাস ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত জুলহাস ফকির জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ১৬ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ফকিরপাড়া গ্রামের জুলহাস ফকিরের বাড়ির শিশুদের সঙ্গে প্রতিবেশী মজিবরের বাড়ির শিশুদের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে জুলহাস ফকিরসহ ৯ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন মো. মজিবর। ওই মামলায় জুলহাস ফকিরসহ অন্য আসামিরা বুধবার আদালত থেকে জামিনে আসেন।
নিহতের ভাগনে সেলিম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় জয়মন্টপ বাসস্ট্যান্ডে মজিবর ওরফে মজিবরের ছেলে আলাল ও দুলাল, একই এলাকার আব্দুল বারেকের ছেলে শাকিব, পিয়ার আলীর ছেলে সাগর সিকদার দেশীয় অস্ত্র নিয়ে জুলহাস ফকিরের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা জুলহাস ফকিরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের স্বজনেরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে