নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীর সড়কে বিভিন্ন ধরনের যানবাহন ও মানুষের চলাচল গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। ফলে রাজধানীর বেশির ভাগ সড়কে যানজট দেখা যায়।
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় নগরীতে জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে। সঙ্গে অবাধে চলছে রিকশা ও মোটরসাইকেল। সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। প্রতিটি গাড়িকে চেকপোস্টে দাঁড়াতে হচ্ছে ফলে লকডাউনেও যানজট দেখা দিচ্ছে সড়কে।
তবে মোটরসাইকেলে দুজন চলাচল করা যাচ্ছে না। যারা নিয়ম অমান্য করে মোটরসাইকেলে দুজন যাচ্ছেন তাঁদের জরিমানা করা হচ্ছে।
এমন এক মোটরসাইকেল চালক নাসির উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'আজ এত গাড়ি রাস্তায় নেমেছে ফলে অনেক জায়গায় যানজট ছিলো। শুধু মোটরসাইকেল দুজন নিলে যত সমস্যা প্রশাসনের। আমি আর আমার ছেলে মোটরসাইকেল যাচ্ছিলাম। পুলিশ ধরে মামলা দিলো। তাহলে লকডাউনেও এত গাড়ি এবং মানুষ বাইরে কেন? '
মালিবাগ এলাকায় নুরুল আমিন নামের এক রিকশা চালক বলেন, 'রাস্তায় যানজটের কারণে রিকশা নিয়ে রামপুরা থেকে বাড্ডা যেতে অনেক সময় লাগছে। রাস্তায় ব্যক্তিগত যেভাবে চলছে দেখে তো মনে হয় না দেশে কোন লকডাউন আছে। রাস্তায় মানুষ থাকলেও যানজটের কারণে যাত্রী রিকশায় উঠছে না।'
সড়কে যানজটের বিষয়ে রামপুরা এলাকায় চেকপোস্ট দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় যানবাহন ও মানুষের চলাচল আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে অনেক জায়গায় যানজট হচ্ছে। তবে জরুরি প্রয়োজনকে ব্যবহার করে অযাচিতভাবে অনেকেই বাইরে আসছেন। কিন্তু কি জরুরি প্রয়োজনে বাইরে এসেছেন জানতে চাইলে সাধারণ মানুষ যথাযথ যুক্তি ও ব্যাখ্যা দিতে পারছেন না। এই ধরনের ব্যক্তি এবং যানবাহনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।'
রাজধানীর প্রধান সড়কের পাশের অলিগলির দোকানপাটও আগের চেয়ে বেশি খুলেছে। চায়ের দোকানেও আড্ডা বেড়েছে। অলিগলি এলাকায় পুলিশের তৎপরতা কমেছে।
বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন জুনায়েদ আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'সাধারণ মানুষ ঘরে থাকতে চাচ্ছে না। সবাই জরুরি প্রয়োজন দেখিয়ে বাইরে আসছেন। কিন্তু আসলে কয়জন মানুষের জরুরি কাজ আছে সেটাই দেখার বিষয়। প্রশাসন যদি মানুষের অপ্রয়োজনে অবাধ চলাচল বন্ধ না করতে পারে তাহলে এ ধরনের লকডাউন দিয়েও কোন ফল আসবে না।'
করোনা সংক্রমণ বাড়তে থাকায় চলমান কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময় আগের সব বিধিনিষেধে অব্যাহত থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। বর্তমানে সারা দেশে বাস, ট্রেন ও লঞ্চ এবং রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীর সড়কে বিভিন্ন ধরনের যানবাহন ও মানুষের চলাচল গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। ফলে রাজধানীর বেশির ভাগ সড়কে যানজট দেখা যায়।
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় নগরীতে জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে। সঙ্গে অবাধে চলছে রিকশা ও মোটরসাইকেল। সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। প্রতিটি গাড়িকে চেকপোস্টে দাঁড়াতে হচ্ছে ফলে লকডাউনেও যানজট দেখা দিচ্ছে সড়কে।
তবে মোটরসাইকেলে দুজন চলাচল করা যাচ্ছে না। যারা নিয়ম অমান্য করে মোটরসাইকেলে দুজন যাচ্ছেন তাঁদের জরিমানা করা হচ্ছে।
এমন এক মোটরসাইকেল চালক নাসির উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'আজ এত গাড়ি রাস্তায় নেমেছে ফলে অনেক জায়গায় যানজট ছিলো। শুধু মোটরসাইকেল দুজন নিলে যত সমস্যা প্রশাসনের। আমি আর আমার ছেলে মোটরসাইকেল যাচ্ছিলাম। পুলিশ ধরে মামলা দিলো। তাহলে লকডাউনেও এত গাড়ি এবং মানুষ বাইরে কেন? '
মালিবাগ এলাকায় নুরুল আমিন নামের এক রিকশা চালক বলেন, 'রাস্তায় যানজটের কারণে রিকশা নিয়ে রামপুরা থেকে বাড্ডা যেতে অনেক সময় লাগছে। রাস্তায় ব্যক্তিগত যেভাবে চলছে দেখে তো মনে হয় না দেশে কোন লকডাউন আছে। রাস্তায় মানুষ থাকলেও যানজটের কারণে যাত্রী রিকশায় উঠছে না।'
সড়কে যানজটের বিষয়ে রামপুরা এলাকায় চেকপোস্ট দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় যানবাহন ও মানুষের চলাচল আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে অনেক জায়গায় যানজট হচ্ছে। তবে জরুরি প্রয়োজনকে ব্যবহার করে অযাচিতভাবে অনেকেই বাইরে আসছেন। কিন্তু কি জরুরি প্রয়োজনে বাইরে এসেছেন জানতে চাইলে সাধারণ মানুষ যথাযথ যুক্তি ও ব্যাখ্যা দিতে পারছেন না। এই ধরনের ব্যক্তি এবং যানবাহনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।'
রাজধানীর প্রধান সড়কের পাশের অলিগলির দোকানপাটও আগের চেয়ে বেশি খুলেছে। চায়ের দোকানেও আড্ডা বেড়েছে। অলিগলি এলাকায় পুলিশের তৎপরতা কমেছে।
বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন জুনায়েদ আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'সাধারণ মানুষ ঘরে থাকতে চাচ্ছে না। সবাই জরুরি প্রয়োজন দেখিয়ে বাইরে আসছেন। কিন্তু আসলে কয়জন মানুষের জরুরি কাজ আছে সেটাই দেখার বিষয়। প্রশাসন যদি মানুষের অপ্রয়োজনে অবাধ চলাচল বন্ধ না করতে পারে তাহলে এ ধরনের লকডাউন দিয়েও কোন ফল আসবে না।'
করোনা সংক্রমণ বাড়তে থাকায় চলমান কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময় আগের সব বিধিনিষেধে অব্যাহত থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। বর্তমানে সারা দেশে বাস, ট্রেন ও লঞ্চ এবং রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৪ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
৬ মিনিট আগেকক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৫ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় ইয়াবা পিসগুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত
১৩ মিনিট আগেসাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক
১৩ মিনিট আগে