Ajker Patrika

সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯: ১৫
সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে হত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন। 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। স্ত্রী জহুরা বেগম একমাত্র সন্তানকে (মেয়ে) নিয়ে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। গতকাল রাতে আলম ঘরে একা ঘুমিয়ে পড়েন। 

আলমের ভাতিজি রিমা আক্তার জানান, গতকাল মধ্যরাতের দিকে তিনি তাঁর চাচা আলমের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। শব্দ শুনে ভয় পেয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাঁর মাকে জানান। পরে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে সামনে গিয়ে ডাকাডাকি করেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তাঁর চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝরছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে। 

রিমা আরও জানান, শ্বাসনালি কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল আলমের। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। তাঁরা একপাশে সিঁধ কাটা দেখতে পান। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে লাশ নিয়ে যায়। এভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা, কী কারণে আলমকে হত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারেননি। 

ওসি লোকমান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত