ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। স্ত্রী জহুরা বেগম একমাত্র সন্তানকে (মেয়ে) নিয়ে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। গতকাল রাতে আলম ঘরে একা ঘুমিয়ে পড়েন।
আলমের ভাতিজি রিমা আক্তার জানান, গতকাল মধ্যরাতের দিকে তিনি তাঁর চাচা আলমের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। শব্দ শুনে ভয় পেয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাঁর মাকে জানান। পরে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে সামনে গিয়ে ডাকাডাকি করেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তাঁর চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝরছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে।
রিমা আরও জানান, শ্বাসনালি কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল আলমের। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। তাঁরা একপাশে সিঁধ কাটা দেখতে পান। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে লাশ নিয়ে যায়। এভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা, কী কারণে আলমকে হত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারেননি।
ওসি লোকমান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। স্ত্রী জহুরা বেগম একমাত্র সন্তানকে (মেয়ে) নিয়ে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। গতকাল রাতে আলম ঘরে একা ঘুমিয়ে পড়েন।
আলমের ভাতিজি রিমা আক্তার জানান, গতকাল মধ্যরাতের দিকে তিনি তাঁর চাচা আলমের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। শব্দ শুনে ভয় পেয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাঁর মাকে জানান। পরে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে সামনে গিয়ে ডাকাডাকি করেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তাঁর চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝরছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে।
রিমা আরও জানান, শ্বাসনালি কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল আলমের। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। তাঁরা একপাশে সিঁধ কাটা দেখতে পান। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে লাশ নিয়ে যায়। এভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা, কী কারণে আলমকে হত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারেননি।
ওসি লোকমান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৬ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে