নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভায়াডাক্টে (দুই সেতুর সংযোগকারী পাটাতন) ৪৩০ নম্বর পিয়ারে সমস্যা হওয়ায় আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের পরে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টা ২৫ মিনিটে (প্রায় ১১ ঘণ্টা) মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ডিএমটিসিএল এক বার্তায় সকালে মেট্রোরেল বন্ধের কথা জানায়। জানা যায়, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচুনিচু হয়ে গেছে।
এ বিষয়ে মেট্রোরেল ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। তাঁরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছেন। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে তারপর ট্রেন চালানো হবে বলে জানান তিনি।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল।
জানা যায়, বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসাতে হয় পিয়ার ও ভায়াডাক্টের (উড়ালপথ) সংযোগস্থলে। আর এটি সরে নিচে পড়ে গেছে। অভিযোগ ছিল মেট্রোরেল প্রকল্পে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহ হয়েছে। উত্তরা-আগারগাঁও অংশের প্যাকেজ ৩ ও ৪-এর নির্মাণকাজে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান হয়েছে কাজটি বাস্তবায়ন করছে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি (ইতাল-থাই)। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় দেখা গেছে, একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয়। তবে তখন ডিএমটিসিএল জানিয়েছিল, তারা এসব প্যাড পরিবর্তন করেছে।
এমন ঘটনায় যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান নকশার ত্রুটি দেখছেন। তিনি বলেন, বিয়ারিং প্যাডটা নিচে পড়েছে। সেটা যদি নষ্ট হয়ে যায় বা গুণগত মান ঠিক না থাকত, তবে সেটা ওখানেই বসে যেত। তবে এটা স্লিপ করে নিচে মেডিয়ানের ওপর যে পোল আছে সেখানে পড়ে পোলসহ বাঁকা হয়ে গেছে।
তিনি বলেন, যে জায়গায় এটি হয়েছে, সেখানে মেট্রোরেলের রাস্তা বাঁকানো। ফার্মগেট থেকে বিজয় সরণি যাওয়ার যে রাস্তা। এখানে একটা গতিবেগ কাজ করে। এই কারণে বিয়ারিং প্যাড আস্তে আস্তে সরে নিচে পড়ে গেছে। এগুলোর আয়ুষ্কাল ২৫ থেকে ৩০ বছর। নষ্ট হলে ওখানে চারটা থাকে তাহলে সবগুলো নষ্ট হতো। এখানে নকশার কোনো সমস্যা আছে।
ভায়াডাক্টে (দুই সেতুর সংযোগকারী পাটাতন) ৪৩০ নম্বর পিয়ারে সমস্যা হওয়ায় আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের পরে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টা ২৫ মিনিটে (প্রায় ১১ ঘণ্টা) মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ডিএমটিসিএল এক বার্তায় সকালে মেট্রোরেল বন্ধের কথা জানায়। জানা যায়, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচুনিচু হয়ে গেছে।
এ বিষয়ে মেট্রোরেল ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। তাঁরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছেন। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে তারপর ট্রেন চালানো হবে বলে জানান তিনি।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল।
জানা যায়, বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসাতে হয় পিয়ার ও ভায়াডাক্টের (উড়ালপথ) সংযোগস্থলে। আর এটি সরে নিচে পড়ে গেছে। অভিযোগ ছিল মেট্রোরেল প্রকল্পে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহ হয়েছে। উত্তরা-আগারগাঁও অংশের প্যাকেজ ৩ ও ৪-এর নির্মাণকাজে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান হয়েছে কাজটি বাস্তবায়ন করছে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি (ইতাল-থাই)। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় দেখা গেছে, একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয়। তবে তখন ডিএমটিসিএল জানিয়েছিল, তারা এসব প্যাড পরিবর্তন করেছে।
এমন ঘটনায় যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান নকশার ত্রুটি দেখছেন। তিনি বলেন, বিয়ারিং প্যাডটা নিচে পড়েছে। সেটা যদি নষ্ট হয়ে যায় বা গুণগত মান ঠিক না থাকত, তবে সেটা ওখানেই বসে যেত। তবে এটা স্লিপ করে নিচে মেডিয়ানের ওপর যে পোল আছে সেখানে পড়ে পোলসহ বাঁকা হয়ে গেছে।
তিনি বলেন, যে জায়গায় এটি হয়েছে, সেখানে মেট্রোরেলের রাস্তা বাঁকানো। ফার্মগেট থেকে বিজয় সরণি যাওয়ার যে রাস্তা। এখানে একটা গতিবেগ কাজ করে। এই কারণে বিয়ারিং প্যাড আস্তে আস্তে সরে নিচে পড়ে গেছে। এগুলোর আয়ুষ্কাল ২৫ থেকে ৩০ বছর। নষ্ট হলে ওখানে চারটা থাকে তাহলে সবগুলো নষ্ট হতো। এখানে নকশার কোনো সমস্যা আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে