Ajker Patrika

শ্রীপুরে জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২২: ৪৭
শ্রীপুরে জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ

নির্বাচনে দলীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের আরও পাঁচজন নেতা পদত্যাগ করেছেন।

আজ সোমবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

অধ্যাপক সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পদত্যাগী অন্য নেতারা হলেন, মাওনা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সামিউল ইসলাম, পৌর ছাত্রসমাজের সভাপতি আশরাফ হোসেন আবিরসহ আরও দুজন।

অধ্যাপক সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘আমি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনে জাতীয় পার্টি আমাকে কোন ধরনের সহযোগিতা করেনি।

এ ছাড়া আমার ব্যক্তিগত কারণে আমি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি। আজকের পর থেকে উপজেলা জাতীয় পার্টির সব পদ-পদবি ও সাধারণ সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক  বরাবর একটি পদত্যাগপত্র পাঠানো হয়েছে।’

গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. কামরুজ্জামান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে প্রার্থীকে সব ধরনের সহযোগিতা করছে। তিনি কি কারণে পদত্যাগ করলেন, আমি বলতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত