Ajker Patrika

১০ দিনেও নেভেনি রূপগঞ্জ কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৯: ২০
১০ দিনেও নেভেনি রূপগঞ্জ কারখানার আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দশদিনেও আগুন থামেনি। আজ শনিবার দুপুরে কারখানার ভবনের চারতলায় ফায়ার সার্ভিসের কর্মীদের সামনেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় তড়িঘড়ি করে সেটি নেভান তাঁরা।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভবনের পঞ্চম তলায়ও আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী সেটিও নেভানোর চেষ্টা করেন। কিন্তু থেমে থেমে আগুনের পরিমাণ বাড়ায় আরও কয়েকজন ওই দলে যোগ দেন। ফায়ার সার্ভিস বলছে, ভেতরে বস্তা রয়েছে বেশ কিছু। সেগুলো থেকে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এখান থেকেই আগুন ফুঁসে ওঠে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা তো কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কারখানার লোকজনকে বলেছি খেয়াল রাখতে। এটাও বলেছি ধোঁয়া দেখলে সঙ্গে সঙ্গে সেখানে পানি দিতে। কিন্তু এরা দায়িত্ব কাণ্ড–জ্ঞানহীন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জুলাই) হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত