Ajker Patrika

কেরানীগঞ্জে মাদকসহ ৬ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০৭
কেরানীগঞ্জে মাদকসহ ৬ যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে প্রায় আধা কেজি হেরোইন ও ৭২ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ টাকা বলে দাবি করেছে র‍্যাব।

আজ সোমবার বিকেলে র‍্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার কেরানীগঞ্জের বড়মনহরিয়া এলাকা থেকে ৩৪৪ গ্রাম হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. স্বপন মিয়া (২৭), মো. রাজু আহম্মেদ (৩৫), মো. আলিফ হোসেন (৩২) ও মো. মোশারফ (৩৭)। তাঁদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। 

অপর এক অভিযানে কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব ১০। গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. রানা (৩৬) ও মো. সোহেল (৩৭)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাঁর বেশ কিছুদিন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ও ফেনসিডিলসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত