Ajker Patrika

ত্রাণ নিয়ে জনগণকে ব্যঙ্গ করেছে সরকার: বিএনপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রাণ নিয়ে জনগণকে ব্যঙ্গ করেছে সরকার: বিএনপি 

বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ ও সহায়তা অপ্রতুল দাবি করে এর কঠোর সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর মধ্য দিয়ে সরকার জনগণকে ব্যঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তার বিষয়ে দলের অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন টুকু। 

সিলেটসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আজকে এ রকম একটা ভয়াবহ বন্যার সময় যখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন ২০ লাখ টাকা আর কয়েক টন চাল বরাদ্দ করা হয়েছে। এটা জনগণের সঙ্গে ব্যঙ্গ করা। ব্যঙ্গ তারা করতেই পারে। কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয় না, জনগণের সেবা করারও প্রয়োজন নাই।’ 

যৌথ সভার সিদ্ধান্তের কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বর্তমান বন্যা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিএনপি। যেকারণে সাংগঠনিক কার্যক্রমের চেয়ে সেদিকেই বেশি করে মনোযোগ দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধিনিধিদের সঙ্গে বসেছি। প্রত্যেকটি অঙ্গ সংগঠন নিজ নিজ ব্যানারে বন্যা দুর্গত এলাকায় কাজ করবে। সংগঠনগুলোর পৃথক স্টিয়ারিং কমিটি থাকবে যা নিজ সংগঠনের কর্মকাণ্ড তদারকি করবে। বর্তমানে পানিবন্দী মানুষদের উদ্ধার এবং তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং বন্যা পরবর্তীকালে গৃহ নির্মাণ, খাদ্য ও ওষুধ সরবরাহে দলের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। কৃষিজমিতে ফসল উৎপাদনে বীজতলা তৈরি ও বীজ সরবরাহে কাজ করবে কৃষক দল। বন্যাদুর্গত মানুষদের কাছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) পক্ষ থেকে ওষুধ সরবরাহ করা হবে। 

বন্যা দুর্গত এলাকায় দলের নেতা-কর্মীরা কাজ করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের নেতা-কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিচ্ছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত এলাকার প্রায় ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজের জন্য দুর্গত এলাকায় বিএনপির শ’ খানেক নৌকা কাজ করছে। পাশাপাশি দুর্গত মানুষের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। সিলেটের মানুষের কাছে লক্ষণীয় যে, বিএনপি কাজ করছে।’ 

এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পদ্মা সেতু নিয়ে উৎসব না করে বিপর্যস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার দাবি জানান তিনি। 

দেশের বন্যা পরিস্থিতির চিত্র তুলে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘মহা দুর্যোগের করাল গ্রাসে যখন মানুষ বিপর্যস্ত বিপন্ন, তখন সরকার পদ্মা সেতুর উদ্বোধনের উৎসব আনন্দে আত্মহারা। পদ্মা সেতু উদ্বোধন উৎসবের নামে শত শত কোটি টাকা উড়ানো হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলসহ বন্যা উপদ্রুত এলাকাসমূহে প্রায় কোটি পানিবন্দী মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত