ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৈতৃক জমিতে সীমানা নির্ধারণ করতে গিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আমেরিকাপ্রবাসী পরিবার। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও প্রতিকার মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে।
ভুক্তভোগী ওই প্রবাসী ব্যক্তি হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে এস এম ফয়সাল আলম (৩৮)। তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তাঁর পিতা আব্দুস সালাম একজন বীর মুক্তিযোদ্ধা। অভিযুক্ত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল তাঁদের প্রতিবেশী।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ৬৪ নম্বর কামারগ্রাম মৌজার ২১২ নম্বর দাগে ফয়সাল আলমের নামে ৫ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ওই জমি বুঝে পেতে মাপজোক ও সীমানা নির্ধারণ করতে গেলে বাধা দেন এনামুল হাসান ও তাঁর ভাই মাহাবুবুল হাসান। এ সময় ওই প্রবাসী পরিবারকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ইউএনওর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারটি। পরে ইউএনও স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল খানকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগী ফয়সাল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবা এ দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আমরা আজ পরাধীনভাবে আছি। নিজেদের জমিতে যেতে পারছি না, কারও সহযোগিতা পাচ্ছি না। এমনকি দেশে ফিরে নিজেদের বসতঘরেও যেতে পারতেছি না।’
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হাসান বলেন, ‘জমিটি আমাদের বাপ-চাচাদের। বর্তমানে ওর ভেতরে আমাদের জমি রয়েছে। তাঁরা আমিন দিয়ে মাপজোক করতে গেলে মনের মতো না হওয়ায় মেনে নিতে পারছে না। তাঁদের ওপর কোনো হামলা ও হুমকি-ধমকি দেওয়া হয়নি।’
বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল খান বলেন, ‘তিন দিন আগে ইউএনও স্যারের একটি নোটিশ পেয়েছি। দ্রুত দুই পক্ষকে ডেকে সমাধানের মাধ্যমে মাপজোকের ব্যবস্থা করে দেওয়া হবে।’ ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘অভিযোগের বিষয়ে ফাইলগুলো দেখে বলা যাবে। যদি কেউ বিষয়টি নিয়ে অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৈতৃক জমিতে সীমানা নির্ধারণ করতে গিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আমেরিকাপ্রবাসী পরিবার। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও প্রতিকার মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে।
ভুক্তভোগী ওই প্রবাসী ব্যক্তি হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে এস এম ফয়সাল আলম (৩৮)। তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তাঁর পিতা আব্দুস সালাম একজন বীর মুক্তিযোদ্ধা। অভিযুক্ত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল তাঁদের প্রতিবেশী।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ৬৪ নম্বর কামারগ্রাম মৌজার ২১২ নম্বর দাগে ফয়সাল আলমের নামে ৫ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ওই জমি বুঝে পেতে মাপজোক ও সীমানা নির্ধারণ করতে গেলে বাধা দেন এনামুল হাসান ও তাঁর ভাই মাহাবুবুল হাসান। এ সময় ওই প্রবাসী পরিবারকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ইউএনওর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারটি। পরে ইউএনও স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল খানকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগী ফয়সাল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবা এ দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আমরা আজ পরাধীনভাবে আছি। নিজেদের জমিতে যেতে পারছি না, কারও সহযোগিতা পাচ্ছি না। এমনকি দেশে ফিরে নিজেদের বসতঘরেও যেতে পারতেছি না।’
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হাসান বলেন, ‘জমিটি আমাদের বাপ-চাচাদের। বর্তমানে ওর ভেতরে আমাদের জমি রয়েছে। তাঁরা আমিন দিয়ে মাপজোক করতে গেলে মনের মতো না হওয়ায় মেনে নিতে পারছে না। তাঁদের ওপর কোনো হামলা ও হুমকি-ধমকি দেওয়া হয়নি।’
বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল খান বলেন, ‘তিন দিন আগে ইউএনও স্যারের একটি নোটিশ পেয়েছি। দ্রুত দুই পক্ষকে ডেকে সমাধানের মাধ্যমে মাপজোকের ব্যবস্থা করে দেওয়া হবে।’ ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘অভিযোগের বিষয়ে ফাইলগুলো দেখে বলা যাবে। যদি কেউ বিষয়টি নিয়ে অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১৫ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে