Ajker Patrika

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাবি প্রতিনিধি
জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাজিদা তাজরীন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ছাত্র আকাশ মণ্ডল। 

গতকাল সোমবার সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন অনিন্দিতা বিনতে আনোয়ার ও অমিত রায়। 

অন্যান্য দায়িত্ব সাংগঠনিক সম্পাদক পদে সাদ্দাম হুসাইন রোহান, সহসাংগঠনিক সম্পাদক পদে রনি হায়দার তুর্য, অর্থ সম্পাদক পদে দুর্জয় বসাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাহাতুল ফেরদৌস রাত্রি, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে সাদিয়া জাহান মিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়াও কমিটিতে ১২ জনকে কার্যকারী সদস্য, ৩৬ জনকে সম্মানিত সদস্য ও ১৪ জনকে বিশেষ সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে। 

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই’ স্লোগানে ২৫ সেপ্টেম্বর, ২০০২ সালে সংগঠনটি পথচলা শুরু করে। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য সংগঠন। জলসিঁড়ির প্রযোজনা সংখ্যা ১৫৪টি। গান ও নাটকের ক্ষেত্রে 'জলসিঁড়ি' নিজস্ব সত্তার অধিকারী। সংগীতের বিভিন্ন অঙ্গন এবং নাটকের অধিকাংশ শাখাতেই রয়েছে জলসিঁড়ি'র অংশগ্রহণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত