Ajker Patrika

প্রাইভেটকারে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রাইভেটকারে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রাইভেটকারে করে মাদক পাচারকালে রাজধানীর খিলক্ষেত থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. বিপুল (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ। 

পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত নিকুঞ্জ-২ এর জনতা ব্যাংকের সামনে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে বিপুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারগ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসে রাজধানীতে বিক্রি করে আসছিলেন। 

এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত