Ajker Patrika

‘শিক্ষার্থীদের ক্ষতির দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৮: ৪২
‘শিক্ষার্থীদের ক্ষতির দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে’ 

জাতীয়করণের যৌক্তিক দাবি মেনে নিলে শিক্ষকদের আর আন্দোলন করতে হতো না। এখন ক্লাস না করতে পারায় শিক্ষার্থীদের এই ক্ষতির দায় কে নেবে? শিক্ষামন্ত্রীকেই এই দায় নিতে হবে। আন্দোলনরত মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এসব কথা বলেছেন শিক্ষকেরা।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৫ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে এক শিক্ষক বলেন, ‘আমরা তো রাস্তায় নামতে চাইনি। জাতীয়করণের দাবি মেনে নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আজ শিক্ষকেরা ক্লাস ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না। সামনে পরীক্ষা, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ জন্য শিক্ষকেরা দায়ী নয়। এই দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে। জাতীয়করণ করা হলে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থী, অভিভাবক সবাই লাভবান হবে।’

এ সময় জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে আবারও ঘোষণা দেন শিক্ষকেরা।

আজকের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদসহ শিক্ষক নেতারা।

জাতীয়করণের দাবিতে আন্দোলনে কয়েক শ শিক্ষক জড়ো হওয়ায় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত