Ajker Patrika

বিএসএমএমইউতে ৭১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বিএসএমএমইউতে ৭১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২২-২০২৩ অর্থ বছরে ৭১৭ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যায়ের বি ব্লকে ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এ তথ্য জানান বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

জানা গেছে, ঘোষিত বাজেটে ৭১৭ কোটি ৯০ লাখ টাকার মধ্যে স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (শিক্ষা মন্ত্রণালয়) থেকে প্রাপ্ত ৪৬৪ দশমিক ৪৪ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় থেকে ৮০ কোটি টাকাসহ মোট ৫৪৪ দশমিক ৪৪ কোটি টাকা সংগ্রহ করা হবে। এতে মোট ঘাটতি রয়েছে ১৭৩ দশমিক ৪৬ কোটি টাকা। যা সংশোধিত বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চাওয়া হবে। এ বছর গবেষণা ও প্রশিক্ষণ খাতে ২৫ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃত্তি ও মেধা বৃত্তিতে রাখা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ টাকা। পথ্যতে রাখা হয়েছে ১০ কোটি টাকা।

একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন খাতে রাখা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা। চিকিৎসা ও শৈল সরঞ্জামাদিতে রাখা হয়েছে ৫০ কোটি টাকা। অক্সিজেনের জন্য রাখা হয়েছে ১১ কোটি টাকা। ডেভেলপমেন্ট ও বিবিধ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি টাকা। বাজেটে বেতন ভাতা খাতে মোট ৩৭৬ কোটি ৯ লাখ টাকা রাখা হয়েছে। বাকি টাকা পেনশন মঞ্জুরিসহ বিভিন্ন খাত ও উপখাতে ব্যয় করা হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর স্বপ্নও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে।’

বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে একই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮৬ তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ বাজেট ঘোষণা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সিন্ডিকেট সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. এএইচ এম জহিরুল হক সাচ্চু, সাংবাদিক ওমর ফারুক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব গৌর কুমার মিত্র প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত