Ajker Patrika

‘ডেঙ্গুবিরোধী সামাজিক আন্দোলনের জন্য বিশেষ বরাদ্দ পাবেন কাউন্সিলররা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ডেঙ্গুবিরোধী সামাজিক আন্দোলনের জন্য বিশেষ বরাদ্দ পাবেন কাউন্সিলররা’

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেক ওয়ার্ডে সবাইকে নিয়ে মিটিং করবেন এই জন্য সিটি করপোরেশন থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসি আয়োজিত গুলশান নগর ভবনে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কাউন্সিলররা প্রত্যেক ওয়ার্ডে দশ জনের সাব কমিটি করবেন। তারা সামাজিক কর্মসূচিতে যুক্ত থাকবে। ডেঙ্গু বিরোধী অভিযানসহ সব সামাজিক আন্দোলনে তারা নেতৃত্ব দেবে। এর মধ্যে ডিএনসিসিতে ৮২০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। 

 ডিএনসিসি মেয়র বলেন, ‘জনপ্রতিনিধিরা যত বেশি কাজ করবেন, নগরবাসী তত বেশি উপকৃত হবে। যত বেশি আমরা মশা নিয়ন্ত্রণ করতে পারব, নগরবাসী তত বেশি ডেঙ্গু মুক্ত থাকবে। নগরবাসীকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা নির্বাচিত হয়েছি। আমরা ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচিত হইনি।’ 

বঙ্গবন্ধুকে স্মরণ করে  আতিকুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু এই দেশকে ভালোবেসেছেন। নিজের জীবন দিয়েছেন। হানাদার পাকিস্তানিরা প্রত্যেক পদে পদে বৈষম্য তৈরি করত। তখন পুরো পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) জন্য বাজেট ছিল ৭০০ কোটি টাকা। আর এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাজেট হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা। এটাই হলো  আমাদের সোনার বাংলাদেশ। এটাই হলো  আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। আজকে শোক দিবসে শোককে শক্তিতে রূপান্তর করে কাজ করতে হবে। আমাদের সততা নিয়ে রাজনীতি করতে হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত