নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় ব্যক্তিগত গাড়ির জন্য বাড়তি ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র এসব এ কথা বলেন।
‘ব্যক্তিগত গাড়ি বেশি হওয়ায় যানজট বেশি হচ্ছে। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে’ বলে তিনি মন্তব্য করেন।
এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি।’
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে যানজট বৃদ্ধি পায়। যানজট কমাতে ফুটপাত অবমুক্ত করতে হবে। মানুষ ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছে। ট্রাফিক জ্যাম আরও বেশি হচ্ছে। আমাদের শহরে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। গুলশান-বনানীতে গাড়ির শেষ নেই। চারদিকে গাড়ি। একই পরিবারে বাবা, মা, ছেলে, মেয়ের আলাদা আলাদা গাড়ি। বিদেশে আমরা দেখেছি ট্যাক্স দিয়ে এলাকায় গাড়ি ঢুকছে। আমরা পরিকল্পনা করেছি, গুলশান অভিজাত এলাকার রাস্তায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। এর জন্য আমরা একটা সমীক্ষা করে বের করব, এসব এলাকায় কত গাড়ি চলে।’
শহর রক্ষায় জনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট ও বায়ুদূষণ কমানো সম্ভব। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে, সে জন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত-নির্বিশেষে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসিয়ের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় ব্যক্তিগত গাড়ির জন্য বাড়তি ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র এসব এ কথা বলেন।
‘ব্যক্তিগত গাড়ি বেশি হওয়ায় যানজট বেশি হচ্ছে। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে’ বলে তিনি মন্তব্য করেন।
এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি।’
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে যানজট বৃদ্ধি পায়। যানজট কমাতে ফুটপাত অবমুক্ত করতে হবে। মানুষ ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছে। ট্রাফিক জ্যাম আরও বেশি হচ্ছে। আমাদের শহরে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। গুলশান-বনানীতে গাড়ির শেষ নেই। চারদিকে গাড়ি। একই পরিবারে বাবা, মা, ছেলে, মেয়ের আলাদা আলাদা গাড়ি। বিদেশে আমরা দেখেছি ট্যাক্স দিয়ে এলাকায় গাড়ি ঢুকছে। আমরা পরিকল্পনা করেছি, গুলশান অভিজাত এলাকার রাস্তায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। এর জন্য আমরা একটা সমীক্ষা করে বের করব, এসব এলাকায় কত গাড়ি চলে।’
শহর রক্ষায় জনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট ও বায়ুদূষণ কমানো সম্ভব। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে, সে জন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত-নির্বিশেষে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসিয়ের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৩ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৩ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩ ঘণ্টা আগে