Ajker Patrika

৩৩ বছর পর গ্রেপ্তার ‘আগুন পাগলা’, ভক্তিমূলক গান করতেন মাজারে

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২৩: ১৩
৩৩ বছর পর গ্রেপ্তার ‘আগুন পাগলা’, ভক্তিমূলক গান করতেন মাজারে

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা ৩৩ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে মাজারে মাজারে ভক্তিমূলক গানের দলে সময় পার করছিলেন তিনি। 

আজ শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জপুল এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‍্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। 
 
গ্রেপ্তার শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মুকছেদ আলীর ছেলে। 

র‍্যাব জানায়, ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এরপর থেকেই শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। ওই মামলাটি টানা পাঁচ বছর চলার পর আদালত ১৯৮৯ সালে শফিকুলের অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী। একই সঙ্গে বাবার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। আর সেখানে প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয়। এভাবেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করে দিনাতিপাত করতে থাকেন। এ কারণে মাজার এলাকাগুলোতে তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন। 
 
টাঙ্গাইল র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম যাবজ্জীবন কারাভোগ এড়াতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছেন। তাঁকে আজ (শুক্রবার) বিকেলে বাসাইল থানায় হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত