ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বলতে গেলে প্রায় পুরো জীবনটাই ব্যয় করেছেন সন্তানদের জন্য। জীবন সায়াহ্নে এসে সেই সন্তানদের কাছেই নিগৃহীত অশীতিপর রহিতন বেগম। পাঁচ সন্তানের মধ্যে দুজন কৌশলে সম্পত্তি লিখে নিয়ে এখন তাঁকে ছাগল রাখার ঘরে ঠাঁই দিয়েছেন। মানিকগঞ্জের ঘিওর সদরের বাটরাকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।
রহিতনের স্বজনেরা বলেন, তাঁর স্বামী মোসলেম উদ্দিন মারা যান প্রায় ৪০ বছর আগে। মৃত্যুর আগে তিনি স্ত্রীর নামে ১৬৫ শতক জমি লিখে দিয়ে যান। তাঁদের পাঁচ সন্তান মো. বিল্লাল হোসেন (৫৫), মমতাজ বেগম (৫০), বেদানা বেগম (৪৫), দেলোয়ার হোসেন (৪৩) ও আঙ্গুরি বেগম (৪০)। বেদানা ও আঙ্গুরি কৌশলে মায়ের কাছ থেকে জমি লিখে নেন। সেই থেকে পারিবারিক দ্বন্দ্বের শুরু। গ্রাম্য মাতব্বরদের নিয়ে কয়েকবার সামাজিক বিচার বসে। তখন দুই বোন মাকে ভরণপোষণ ও সেবাযত্ন করার অঙ্গীকার করলেও তাঁরা কথা রাখেননি।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কঙ্কালসার বৃদ্ধা ছাগল রাখার ঘরে একটি চৌকিতে শুয়ে আছেন। চারদিকে অন্ধকার আর স্যাঁতসেঁতে ঘর। পরনে একটি গামছা। মলমূত্র ছড়িয়ে আছে ঘরের এখানে-ওখানে। শরীরের কয়েক স্থানে কাটা-ছেঁড়া। ফ্যালফ্যাল করে অসহায়ভাবে তাকিয়ে আছেন তিনি। কাউকে কিছু বলতে পারছেন না। সাংবাদিকদের উপস্থিতি দেখে তেড়ে আসেন বেদানা বেগম। একটু পর আসেন কয়েক বাড়ি পরের বাসিন্দা অপর মেয়ে আঙ্গুরি। ছবি তোলেন কেন, কী লিখবেন? বেদানা ও আঙ্গুরির সঙ্গে চড়াও হন দুজনের স্বামী ও সন্তানেরা।
এদিকে দুই মেয়ের কবল থেকে বৃদ্ধ মাকে উদ্ধার ও সুচিকিৎসার জন্য গতকাল সোমবার ঘিওর থানা-পুলিশের সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধার বড় মেয়ে মমতাজ বেগম। তিনি বলেন, ‘আমরা তিন বোন এবং দুই ভাই। ছোট দুই বোন বেদানা ও তার স্বামী রেজাউল করিম; অপর বোন আঙ্গুরি ও তার স্বামী আনিছুর রহমান আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জমি লিখে নেয়। জমি লিখে নেওয়ার পর থেকেই মায়ের ওপর নির্যাতন করতে থাকেন। ছাগল রাখার ঘরে তাঁকে রাখা হয়। মাকে আমাদের কাছে নিতে চাইলে তারা বাধা দেয়।’
বৃদ্ধার ছোট ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘টয়লেট করবে দেখে মাকে খাবার দেওয়া হয় না। আমরা খাবার দিতে গেলে বা মাকে আমাদের কাছে আনতে গেলে দুই বোন ঝগড়াঝাঁটি করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’
বয়সের ভারে ন্যুব্জ আর নানা রোগে আক্রান্ত বৃদ্ধা অস্ফুট স্বরে দু-একটি কথা বলতে পারেন। কিন্তু সেই কথা একেবারেই অস্পষ্ট। কোটরাগত চোখে পানি, ওপরের দিকে হাতের ইশারায় যেন সৃষ্টিকর্তাকে দেখালেন। হয়তো বোঝাতে চেয়েছেন আল্লায় সব দেখছেন।
প্রতিবেশী সামেলা বেগম বলেন, ‘অনেক সময় তিনি ক্ষুধায় কাতরালেও খাবার না দিয়ে উল্টো বকাঝকা করতেন আঙ্গুরি ও তাঁর স্বামী। আমরা এগিয়ে গেলে ঝগড়া করে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বিচার হলেও মেয়েদের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।’
বৃদ্ধার বড় পুত্রবধূ রেখা বেগম বলেন, ‘শাশুড়িকে তাঁরা আমাদের কাছে থাকতে দেন না। খাবার দিতে গেলে তাঁরা ফেলে দেন।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বেদানা বেগম বলেন, ‘আমরা সাধ্যমতো মায়ের সেবা করছি। আপনাদের এত মায়া লাগে, তাহলে আপনারা এসে সেবা করেন।’
আঙ্গুরি বেগম বলেন, ‘উনি অসুস্থ, বিছানায় পায়খানা-পেশাব করেন। তিন বেলা খাবার দিলে পায়খানা-পেশাব করে ঘর ভরে ফেলেন। তাই আলাদা ঘরে রাখছি।’
জমি লিখে নেওয়ার কথা প্রসঙ্গে এই দুই বোনের দাবি, ‘আমাদের দুই বোনকে ভালোবেসে মা জমি লিখে দিয়েছেন।’
স্থানীয় ঘিওর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বসেও সুরাহা হয়নি। ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুবই খারাপ। অবহেলা আর অযত্নে তিনি খুব কষ্টে দিন পার করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই পরিবারের সবাইকে উপস্থিত রেখে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে সেই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার সব সন্তান ও স্বজনদের ডেকেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বলতে গেলে প্রায় পুরো জীবনটাই ব্যয় করেছেন সন্তানদের জন্য। জীবন সায়াহ্নে এসে সেই সন্তানদের কাছেই নিগৃহীত অশীতিপর রহিতন বেগম। পাঁচ সন্তানের মধ্যে দুজন কৌশলে সম্পত্তি লিখে নিয়ে এখন তাঁকে ছাগল রাখার ঘরে ঠাঁই দিয়েছেন। মানিকগঞ্জের ঘিওর সদরের বাটরাকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।
রহিতনের স্বজনেরা বলেন, তাঁর স্বামী মোসলেম উদ্দিন মারা যান প্রায় ৪০ বছর আগে। মৃত্যুর আগে তিনি স্ত্রীর নামে ১৬৫ শতক জমি লিখে দিয়ে যান। তাঁদের পাঁচ সন্তান মো. বিল্লাল হোসেন (৫৫), মমতাজ বেগম (৫০), বেদানা বেগম (৪৫), দেলোয়ার হোসেন (৪৩) ও আঙ্গুরি বেগম (৪০)। বেদানা ও আঙ্গুরি কৌশলে মায়ের কাছ থেকে জমি লিখে নেন। সেই থেকে পারিবারিক দ্বন্দ্বের শুরু। গ্রাম্য মাতব্বরদের নিয়ে কয়েকবার সামাজিক বিচার বসে। তখন দুই বোন মাকে ভরণপোষণ ও সেবাযত্ন করার অঙ্গীকার করলেও তাঁরা কথা রাখেননি।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কঙ্কালসার বৃদ্ধা ছাগল রাখার ঘরে একটি চৌকিতে শুয়ে আছেন। চারদিকে অন্ধকার আর স্যাঁতসেঁতে ঘর। পরনে একটি গামছা। মলমূত্র ছড়িয়ে আছে ঘরের এখানে-ওখানে। শরীরের কয়েক স্থানে কাটা-ছেঁড়া। ফ্যালফ্যাল করে অসহায়ভাবে তাকিয়ে আছেন তিনি। কাউকে কিছু বলতে পারছেন না। সাংবাদিকদের উপস্থিতি দেখে তেড়ে আসেন বেদানা বেগম। একটু পর আসেন কয়েক বাড়ি পরের বাসিন্দা অপর মেয়ে আঙ্গুরি। ছবি তোলেন কেন, কী লিখবেন? বেদানা ও আঙ্গুরির সঙ্গে চড়াও হন দুজনের স্বামী ও সন্তানেরা।
এদিকে দুই মেয়ের কবল থেকে বৃদ্ধ মাকে উদ্ধার ও সুচিকিৎসার জন্য গতকাল সোমবার ঘিওর থানা-পুলিশের সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধার বড় মেয়ে মমতাজ বেগম। তিনি বলেন, ‘আমরা তিন বোন এবং দুই ভাই। ছোট দুই বোন বেদানা ও তার স্বামী রেজাউল করিম; অপর বোন আঙ্গুরি ও তার স্বামী আনিছুর রহমান আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জমি লিখে নেয়। জমি লিখে নেওয়ার পর থেকেই মায়ের ওপর নির্যাতন করতে থাকেন। ছাগল রাখার ঘরে তাঁকে রাখা হয়। মাকে আমাদের কাছে নিতে চাইলে তারা বাধা দেয়।’
বৃদ্ধার ছোট ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘টয়লেট করবে দেখে মাকে খাবার দেওয়া হয় না। আমরা খাবার দিতে গেলে বা মাকে আমাদের কাছে আনতে গেলে দুই বোন ঝগড়াঝাঁটি করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’
বয়সের ভারে ন্যুব্জ আর নানা রোগে আক্রান্ত বৃদ্ধা অস্ফুট স্বরে দু-একটি কথা বলতে পারেন। কিন্তু সেই কথা একেবারেই অস্পষ্ট। কোটরাগত চোখে পানি, ওপরের দিকে হাতের ইশারায় যেন সৃষ্টিকর্তাকে দেখালেন। হয়তো বোঝাতে চেয়েছেন আল্লায় সব দেখছেন।
প্রতিবেশী সামেলা বেগম বলেন, ‘অনেক সময় তিনি ক্ষুধায় কাতরালেও খাবার না দিয়ে উল্টো বকাঝকা করতেন আঙ্গুরি ও তাঁর স্বামী। আমরা এগিয়ে গেলে ঝগড়া করে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বিচার হলেও মেয়েদের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।’
বৃদ্ধার বড় পুত্রবধূ রেখা বেগম বলেন, ‘শাশুড়িকে তাঁরা আমাদের কাছে থাকতে দেন না। খাবার দিতে গেলে তাঁরা ফেলে দেন।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বেদানা বেগম বলেন, ‘আমরা সাধ্যমতো মায়ের সেবা করছি। আপনাদের এত মায়া লাগে, তাহলে আপনারা এসে সেবা করেন।’
আঙ্গুরি বেগম বলেন, ‘উনি অসুস্থ, বিছানায় পায়খানা-পেশাব করেন। তিন বেলা খাবার দিলে পায়খানা-পেশাব করে ঘর ভরে ফেলেন। তাই আলাদা ঘরে রাখছি।’
জমি লিখে নেওয়ার কথা প্রসঙ্গে এই দুই বোনের দাবি, ‘আমাদের দুই বোনকে ভালোবেসে মা জমি লিখে দিয়েছেন।’
স্থানীয় ঘিওর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বসেও সুরাহা হয়নি। ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুবই খারাপ। অবহেলা আর অযত্নে তিনি খুব কষ্টে দিন পার করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই পরিবারের সবাইকে উপস্থিত রেখে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে সেই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার সব সন্তান ও স্বজনদের ডেকেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৭ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৩০ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৪ মিনিট আগে