Ajker Patrika

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পরে মনিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খিলগাঁও রেলগেটে রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে তানভীর আহমেদ নামে এক যুবক বলেন, খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে কমলাপুরগামী একটি চলন্ত ট্রেন থেকে নামার সময় ওই ট্রেনে কাটা পরে গুরুতর আহত হন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। মৃত মনিরুল ইসলামের ছেলে সাব্বির আহমেদ শুভ বলেন, তাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর বহরবাড়িয়া গ্রামে। বর্তমানে রামপুরা টিভি সেন্টার এলাকায় ভাড়া থাকে। গাজীপুর জয়দেবপুরে ইপোক গার্মেন্টসে কাটিং সেক্টরের ম্যানেজার ছিলেন। 

তিনি আরও বলেন, প্রতিদিন তার বাবা জয়দেবপুর থেকে ট্রেনে করে যাতায়াত করেন। আজকেও ট্রেনে করে বাসায় ফিরছিলেন। সন্ধ্যার দিকে খবর পাই বাবা ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টির রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত