Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা প্রকৌশলীর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৪৪
সড়ক দুর্ঘটনায় পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা প্রকৌশলীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে একটি ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত চীনা প্রকৌশলীর নাম চ্যাং বিন (৩২)। আজ শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ে-সংলগ্ন সন্যাসীরচরের দৌলতপুর চৌরাস্তার এন-৮ সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী পদ্মা রেলওয়ে প্রকল্পের জরিপ প্রকৌশলী ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা সবাই বাংলাদেশি। তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও পদ্মা রেলওয়ে প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন চীনা প্রকৌশলীরা। প্রতিদিনের মতো একটি ছোট পিকআপ ভ্যানে করে চ্যাং বিন তাঁর দলের সঙ্গে কাজ করতে প্রকল্প স্থানে রওনা। আজ সকালে এক্সপ্রেসওয়ের দৌলতপুরে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল চীনা নাগরিককে বহনকারী গাড়িটি। এ সময় জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আহত হন পাঁচজন। এদের মধ্যে চ্যাং ও রিজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডাম্প ট্রাকটি পলিয়ে গেছে। ট্রাকটিকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে ঘটনাস্থলের আশপাশ থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ডাম্প ট্রাকের ধাক্কায় চীনাদের বহন করা পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। এ কারণে ভ্যানটির ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের অবস্থা গুরুতর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত