শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে একটি ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত চীনা প্রকৌশলীর নাম চ্যাং বিন (৩২)। আজ শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ে-সংলগ্ন সন্যাসীরচরের দৌলতপুর চৌরাস্তার এন-৮ সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী পদ্মা রেলওয়ে প্রকল্পের জরিপ প্রকৌশলী ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা সবাই বাংলাদেশি। তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও পদ্মা রেলওয়ে প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন চীনা প্রকৌশলীরা। প্রতিদিনের মতো একটি ছোট পিকআপ ভ্যানে করে চ্যাং বিন তাঁর দলের সঙ্গে কাজ করতে প্রকল্প স্থানে রওনা। আজ সকালে এক্সপ্রেসওয়ের দৌলতপুরে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল চীনা নাগরিককে বহনকারী গাড়িটি। এ সময় জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আহত হন পাঁচজন। এদের মধ্যে চ্যাং ও রিজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডাম্প ট্রাকটি পলিয়ে গেছে। ট্রাকটিকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে ঘটনাস্থলের আশপাশ থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ডাম্প ট্রাকের ধাক্কায় চীনাদের বহন করা পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। এ কারণে ভ্যানটির ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের অবস্থা গুরুতর।’
মাদারীপুরের শিবচরে একটি ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত চীনা প্রকৌশলীর নাম চ্যাং বিন (৩২)। আজ শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ে-সংলগ্ন সন্যাসীরচরের দৌলতপুর চৌরাস্তার এন-৮ সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী পদ্মা রেলওয়ে প্রকল্পের জরিপ প্রকৌশলী ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা সবাই বাংলাদেশি। তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও পদ্মা রেলওয়ে প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন চীনা প্রকৌশলীরা। প্রতিদিনের মতো একটি ছোট পিকআপ ভ্যানে করে চ্যাং বিন তাঁর দলের সঙ্গে কাজ করতে প্রকল্প স্থানে রওনা। আজ সকালে এক্সপ্রেসওয়ের দৌলতপুরে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল চীনা নাগরিককে বহনকারী গাড়িটি। এ সময় জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আহত হন পাঁচজন। এদের মধ্যে চ্যাং ও রিজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডাম্প ট্রাকটি পলিয়ে গেছে। ট্রাকটিকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে ঘটনাস্থলের আশপাশ থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ডাম্প ট্রাকের ধাক্কায় চীনাদের বহন করা পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। এ কারণে ভ্যানটির ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের অবস্থা গুরুতর।’
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
১৯ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
২২ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৩৩ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
৩৫ মিনিট আগে