Ajker Patrika

শরীয়তপুরে ট্রাক উল্টে মহাসড়কে যান চলাচল বন্ধ, সাড়ে ৬ ঘণ্টা পর চালু

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭: ৫৬
শরীয়তপুরে ট্রাক উল্টে মহাসড়কে যান চলাচল বন্ধ, সাড়ে ৬ ঘণ্টা পর চালু

শরীয়তপুর সদরে একটি মালবাহী ট্রাক উল্টে খুলনা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ছয় ঘণ্টা পর ট্রাকটি সড়ক থেকে সরালে যান চলাচল পুনরায় শুরু হয়। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। বিকেল চারটার দিকে ট্রাকটি সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শরীয়তপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক নিজামুদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী শত শত যানবাহন ও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। 

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাতক্ষীরা-ট ১১-০১৩৩ নামে গমের ভুসিবোঝাই ট্রাকটি সকাল সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ কারণে ট্রাকটি কোথা থেকে ছেড়ে এসে, কোথায় যাচ্ছিল তা-ও জানা সম্ভব হয়নি। দুপুরের দিকে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে এসে ট্রাকের মালামাল সরানোর নির্দেশ দেন। বেলা তিনটা নাগাদ ট্রাক থেকে ভুসির বস্তা সরানো হয়। এরপর ট্রাকটি সড়ক থেকে সরানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত