ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ার করে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।
আজ বুধবার (৭ মে) দুপুরে হাসপাতালের উপপরিচালক মো. আশরাফুল আলমের নেতৃত্বে হাসপাতালের ভেতর ও চত্বরে অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ও সর্দার মোখলেছুর রহমান।
অভিযানকালে হুইলচেয়ার বহনকারীরা পালিয়ে যান। এ ছাড়া হাসপাতাল চত্বরে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা বেশ কিছু হুইলচেয়ারও জব্দ করা হয়।
উপপরিচালক আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। এখানে প্রতিদিন হাজারো রোগী আসে। এই সুযোগে দালাল চক্র সক্রিয় হয়ে পড়ে। আজকের অভিযানে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। দালালদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দালালদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের একাধিক সূত্র জানায়, এই হুইলচেয়ার বহনকারীরা বছরের পর বছর সবার সামনেই হাসপাতালে রোগী বহনের কাজ করেন অর্থের বিনিময়ে। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে, রোগীদের ফুসলিয়ে হুইলচেয়ারে নেওয়ার পর বাইরের কোনো হাসপাতালে নিয়ে অর্থের বিনিময় ভর্তি করা। চক্রের অধিকাংশরা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর আত্মীয় বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আজ জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এগুলো হাসপাতালের নয়। ভবিষ্যতে এই চক্র ফের সক্রিয় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ার করে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।
আজ বুধবার (৭ মে) দুপুরে হাসপাতালের উপপরিচালক মো. আশরাফুল আলমের নেতৃত্বে হাসপাতালের ভেতর ও চত্বরে অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ও সর্দার মোখলেছুর রহমান।
অভিযানকালে হুইলচেয়ার বহনকারীরা পালিয়ে যান। এ ছাড়া হাসপাতাল চত্বরে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা বেশ কিছু হুইলচেয়ারও জব্দ করা হয়।
উপপরিচালক আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। এখানে প্রতিদিন হাজারো রোগী আসে। এই সুযোগে দালাল চক্র সক্রিয় হয়ে পড়ে। আজকের অভিযানে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। দালালদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দালালদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের একাধিক সূত্র জানায়, এই হুইলচেয়ার বহনকারীরা বছরের পর বছর সবার সামনেই হাসপাতালে রোগী বহনের কাজ করেন অর্থের বিনিময়ে। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে, রোগীদের ফুসলিয়ে হুইলচেয়ারে নেওয়ার পর বাইরের কোনো হাসপাতালে নিয়ে অর্থের বিনিময় ভর্তি করা। চক্রের অধিকাংশরা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর আত্মীয় বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আজ জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এগুলো হাসপাতালের নয়। ভবিষ্যতে এই চক্র ফের সক্রিয় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।
পতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।
১ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেআজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
২ ঘণ্টা আগেজুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৮ ঘণ্টা আগে