Ajker Patrika

বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণসহ আমেরিকান নাগরিক আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ৪৭
বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণসহ আমেরিকান নাগরিক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ শাহনাজ চৌধুরী নামের একজন আমেরিকান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাঁকে আটক করা হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ একজন আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। এই স্বর্ণগুলো ৫৯টি বারে পাওয়া যায়।’ 

উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আরও বলেন, ‘আটক হওয়া ওই যাত্রী আমেরিকা থেকে এসেছেন। তিনি দুবাই ট্রানজিটকৃত একে ০৫৮২ ফ্লাইটে বিমানবন্দরে এসেছেন। আটক হওয়া ওই নাগরিক কৌশলে স্বর্ণগুলো শরীরে লুকিয়ে পাচারের চেষ্টা করেছিলেন। আটককালে তাঁর কোমরে থাকা কালো বেল্টে স্বর্ণের বারগুলো লুকানো অবস্থায় ছিল। বেল্টটি স্বর্ণ চোরাচালানের জন্যই বানানো হয়েছিল। এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত