Ajker Patrika

সাটুরিয়ায় বিদ্যালয় স্থানান্তরের দ্বন্দ্বে শ্রেণিকক্ষে তালা, পাঠদান বন্ধ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 
শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। দুই দিন ধরে পাঠদান বন্ধ থাকায় দেড় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি টিনশেডের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন শিক্ষার্থী উপস্থিত; কিন্তু তাদের পাঠদান বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলে, ‘আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাঁতরে পশ্চিম পারে যাব? চরের স্কুল চরেই থাকবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পারে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। গত শুক্রবার রাতারাতি একটি টিনশেড ঘর তৈরি করা হয়। রোববার থেকে আগের ভবনে তালা দিয়ে নতুন স্থানে ক্লাস করার চেষ্টা চলছে। কিন্তু বিদ্যালয়টি যাতে স্থানান্তর না হয়, সে জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে।

শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নিয়ম মেনে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের কাজ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তরে মন্ত্রণালয়ের একটি চিঠি আমরা পেয়েছি। কিন্তু তাঁরা যেভাবে স্থানান্তর করেছেন, সেটা সঠিক হয়নি। এ বিষয়ে সাটুরিয়া ইউএনওকে আমি লিখিতভাবে জানিয়েছি।’

ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থান নদীর পূর্ব পারেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষক আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত