সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। দুই দিন ধরে পাঠদান বন্ধ থাকায় দেড় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি টিনশেডের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন শিক্ষার্থী উপস্থিত; কিন্তু তাদের পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলে, ‘আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাঁতরে পশ্চিম পারে যাব? চরের স্কুল চরেই থাকবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পারে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। গত শুক্রবার রাতারাতি একটি টিনশেড ঘর তৈরি করা হয়। রোববার থেকে আগের ভবনে তালা দিয়ে নতুন স্থানে ক্লাস করার চেষ্টা চলছে। কিন্তু বিদ্যালয়টি যাতে স্থানান্তর না হয়, সে জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নিয়ম মেনে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের কাজ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তরে মন্ত্রণালয়ের একটি চিঠি আমরা পেয়েছি। কিন্তু তাঁরা যেভাবে স্থানান্তর করেছেন, সেটা সঠিক হয়নি। এ বিষয়ে সাটুরিয়া ইউএনওকে আমি লিখিতভাবে জানিয়েছি।’
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থান নদীর পূর্ব পারেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষক আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। দুই দিন ধরে পাঠদান বন্ধ থাকায় দেড় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি টিনশেডের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন শিক্ষার্থী উপস্থিত; কিন্তু তাদের পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলে, ‘আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাঁতরে পশ্চিম পারে যাব? চরের স্কুল চরেই থাকবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পারে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। গত শুক্রবার রাতারাতি একটি টিনশেড ঘর তৈরি করা হয়। রোববার থেকে আগের ভবনে তালা দিয়ে নতুন স্থানে ক্লাস করার চেষ্টা চলছে। কিন্তু বিদ্যালয়টি যাতে স্থানান্তর না হয়, সে জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নিয়ম মেনে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের কাজ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তরে মন্ত্রণালয়ের একটি চিঠি আমরা পেয়েছি। কিন্তু তাঁরা যেভাবে স্থানান্তর করেছেন, সেটা সঠিক হয়নি। এ বিষয়ে সাটুরিয়া ইউএনওকে আমি লিখিতভাবে জানিয়েছি।’
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থান নদীর পূর্ব পারেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষক আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে যানবাহন আটকে পড়ে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে