Ajker Patrika

পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত 

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪: ০৪
পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত 

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় পণ্যবাহী ভ্যানগাড়ির চালক ইকরাম হোসেন (২৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম হোসেন কাপাসিয়া উপজেলার পেওরাইদ গ্রামের মো. সুবেদ আলীর ছেলে। 

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হক বলেন, আজ সকালে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় লবলঙ্গ খালের পাশে ময়লার স্তূপের কাছে একটি পিকআপ ওই পণ্যবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এ সময় চালক ইকরাম হোসেন ময়লার স্তূপের ভেতর চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

ওসি আরও বলেন, ঘটনার পরপরই পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত