গাজীপুরের শ্রীপুরে একটি মুরগির খামারে চার পা-ওয়ালা একটি মুরগির বাচ্চার সন্ধান পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সিহাবের খামারে মুরগির বাচ্চাটিকে দেখা যায়।
মুরগির খামারের মালিক সিহাব মিয়া জানান, তিন দিন আগে খামারে নতুন ১ হাজার মুরগির বাচ্চা তোলা হয়েছে। বাচ্চাগুলো পরিচর্যা করতে গিয়ে শনিবার রাতে চার পা-ওয়ালা একটি বাচ্চা নজরে পড়ে। এরপর রোববার খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক মানুষ চার পা-ওয়ালা মুরগির বাচ্চাটি দেখতে খামারে ছুটে আসছে।
খামারি সিহাব মিয়া বলেন, ‘অন্য বাচ্চাগুলোর মতো ওই বাচ্চাটিও এখনো সুস্থ আছে। বাচ্চাটা হাঁটার সময় অতিরিক্ত পা দুইটা ঝুলে থাকে। ওই পা দুইটা তুলনামূলক ছোট।’
স্থানীয় নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘শনিবার রাতে সিহাব দোকানে বসে বিষয়টি জানানোর পরপরই আমরা কয়েকজন মিলে তাঁর খামারে গিয়ে চার পা-ওয়ালা মুরগির বাচ্চা দেখতে পাই।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশি বলেন, ‘ঘটনাটি আমার বাড়ির পাশে। আমিও প্রথম দেখেছি। সাধারণত মুরগির দুটি পা থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মুরগির বাচ্চার যদি চার পা হয়, তাহলে তো সবাই অবাক হবেই। এমন ঘটনা আমাদের এলাকায় আর শুনিনি।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান বলেন, ‘জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত ত্রুটির কারণে মুরগির চার পা হতে পারে। তবে এসব মুরগির বাচ্চা তাদের স্বাভাবিক জীবন হারিয়ে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে। চার পা-ওয়ালা মুরগির বাচ্চা বেশি দিন বাঁচতে পারে না। তবে কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে পারলে বেঁচেও যেতে পারে।’
গাজীপুরের শ্রীপুরে একটি মুরগির খামারে চার পা-ওয়ালা একটি মুরগির বাচ্চার সন্ধান পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সিহাবের খামারে মুরগির বাচ্চাটিকে দেখা যায়।
মুরগির খামারের মালিক সিহাব মিয়া জানান, তিন দিন আগে খামারে নতুন ১ হাজার মুরগির বাচ্চা তোলা হয়েছে। বাচ্চাগুলো পরিচর্যা করতে গিয়ে শনিবার রাতে চার পা-ওয়ালা একটি বাচ্চা নজরে পড়ে। এরপর রোববার খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক মানুষ চার পা-ওয়ালা মুরগির বাচ্চাটি দেখতে খামারে ছুটে আসছে।
খামারি সিহাব মিয়া বলেন, ‘অন্য বাচ্চাগুলোর মতো ওই বাচ্চাটিও এখনো সুস্থ আছে। বাচ্চাটা হাঁটার সময় অতিরিক্ত পা দুইটা ঝুলে থাকে। ওই পা দুইটা তুলনামূলক ছোট।’
স্থানীয় নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘শনিবার রাতে সিহাব দোকানে বসে বিষয়টি জানানোর পরপরই আমরা কয়েকজন মিলে তাঁর খামারে গিয়ে চার পা-ওয়ালা মুরগির বাচ্চা দেখতে পাই।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশি বলেন, ‘ঘটনাটি আমার বাড়ির পাশে। আমিও প্রথম দেখেছি। সাধারণত মুরগির দুটি পা থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মুরগির বাচ্চার যদি চার পা হয়, তাহলে তো সবাই অবাক হবেই। এমন ঘটনা আমাদের এলাকায় আর শুনিনি।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান বলেন, ‘জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত ত্রুটির কারণে মুরগির চার পা হতে পারে। তবে এসব মুরগির বাচ্চা তাদের স্বাভাবিক জীবন হারিয়ে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে। চার পা-ওয়ালা মুরগির বাচ্চা বেশি দিন বাঁচতে পারে না। তবে কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে পারলে বেঁচেও যেতে পারে।’
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
১ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৪ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৭ মিনিট আগে