ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন শরিফুল ইসলাম (২৮) ও সাইফুল ইসলাম (৩০)।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, নিহত শরিফুলের ৫৭ শতাংশ ও সাইফুলের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক (৩০)। তাঁর শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিশগিরিপাড়া গ্রামে।
শরিফুলের বাড়ি রংপুর সদর উপজেলার আসরতপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সামাদ। সাইফুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারুয়জানি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকত।
বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ ও জাকারিয়া ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে এই ৫ জন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন শরিফুল ইসলাম (২৮) ও সাইফুল ইসলাম (৩০)।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, নিহত শরিফুলের ৫৭ শতাংশ ও সাইফুলের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক (৩০)। তাঁর শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিশগিরিপাড়া গ্রামে।
শরিফুলের বাড়ি রংপুর সদর উপজেলার আসরতপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সামাদ। সাইফুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারুয়জানি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকত।
বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ ও জাকারিয়া ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে এই ৫ জন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৪ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২০ মিনিট আগে