Ajker Patrika

আগারগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আগারগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর আগারগাঁওয়ে তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক যুবক মারা গেছেন। তিনি মেট্রোরেলের কর্মচারী ছিলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মৃত শান্তর সহকর্মী আরিফুল ইসলাম জানান, তাঁরা আগারগাঁওয়ে মেট্রোরেলের কাজ করতেন। আগারগাঁও তালতলার একটি বাসার ছয়তলায় শান্তসহ কয়েকজন মিলে থাকতেন। সকাল ১০টার দিকে শান্ত বাইরে বের হন। রুমের সবাই মনে করে যে শান্ত কাজে গেছেন।

তিনি আরও জানান, বিকেলে শাহিন নামের আরেক সহকর্মী ফোনে জানান, শান্ত ছাদ থেকে পড়ে গেছে। তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পঙ্গু হাসপাতালে তাঁকে দেখতে পাই। সেখান থেকে শান্তকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শান্তর ফুপাতো ভাই তাওহিদুল ইসলাম জানায়, তাঁদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামে। বাবার নাম মো. আবু সালেক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত