Ajker Patrika

বিএসএমএমইউতে দানের আগে স্থপতি মোবাশ্বেরের মরদেহ গ্রামে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২৩: ৩৩
বিএসএমএমইউতে দানের আগে স্থপতি মোবাশ্বেরের মরদেহ গ্রামে নেওয়া হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দান করার আগে স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে আবার তাঁর জানাজা হবে।

স্থপতি ইকবাল হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘরে মোবাশ্বের হোসেনের মরদেহ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা হবে। পরে গ্রামের বাড়ি থেকে ফেরত আনা হলে বিএসএমএমইউতে দেওয়া হবে।’ 

রোববার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান মোবাশ্বের হোসেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। স্থপতির শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁর মরদেহ বিএসএমএমইউতে দান করা হবে। 

এদিকে আজ সোমবার দুপুর ১২টা থেকে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে রাখা হয়েছিল। জোহরের পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় ৷ বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে আরেক দফা জানাজা হয়েছে। 
 
মোবাশ্বের হোসেনের জন্ম ১৯৪৩ সালের ২৭ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এই স্থপতি দেশের বেশ কয়েকটি আলোচিত স্থাপনার কাজ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম রেলস্টেশন, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মোবাশ্বের হোসেন ছিলেন এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। 

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত