নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দান করার আগে স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে আবার তাঁর জানাজা হবে।
স্থপতি ইকবাল হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘরে মোবাশ্বের হোসেনের মরদেহ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা হবে। পরে গ্রামের বাড়ি থেকে ফেরত আনা হলে বিএসএমএমইউতে দেওয়া হবে।’
রোববার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান মোবাশ্বের হোসেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। স্থপতির শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁর মরদেহ বিএসএমএমইউতে দান করা হবে।
এদিকে আজ সোমবার দুপুর ১২টা থেকে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে রাখা হয়েছিল। জোহরের পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় ৷ বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে আরেক দফা জানাজা হয়েছে।
মোবাশ্বের হোসেনের জন্ম ১৯৪৩ সালের ২৭ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এই স্থপতি দেশের বেশ কয়েকটি আলোচিত স্থাপনার কাজ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম রেলস্টেশন, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মোবাশ্বের হোসেন ছিলেন এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দান করার আগে স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে আবার তাঁর জানাজা হবে।
স্থপতি ইকবাল হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘরে মোবাশ্বের হোসেনের মরদেহ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা হবে। পরে গ্রামের বাড়ি থেকে ফেরত আনা হলে বিএসএমএমইউতে দেওয়া হবে।’
রোববার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান মোবাশ্বের হোসেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। স্থপতির শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁর মরদেহ বিএসএমএমইউতে দান করা হবে।
এদিকে আজ সোমবার দুপুর ১২টা থেকে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে রাখা হয়েছিল। জোহরের পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় ৷ বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে আরেক দফা জানাজা হয়েছে।
মোবাশ্বের হোসেনের জন্ম ১৯৪৩ সালের ২৭ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এই স্থপতি দেশের বেশ কয়েকটি আলোচিত স্থাপনার কাজ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম রেলস্টেশন, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মোবাশ্বের হোসেন ছিলেন এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে