Ajker Patrika

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ০২: ০২
মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

মাদারীপুরে নির্বাচন পরবর্তী বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাওসার দরজি (২৫) নামের এক যুবক মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত কাওসার দরজি উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দরজির ছেলে। 

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর জখম অবস্থায় কাওসার দরজি নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ইকবাল দরজি ও আলিম দরজি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইকবাল দরজি জয়লাভ করেন। নিহত কাওসার দরজি ইকবাল দরজির সমর্থক ছিল। 

শনিবার রাতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম দরজির সমর্থক ও ইকবাল দরজির সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও হাত বোমা বিস্ফোরণ করে হামলাকারীরা। সংঘর্ষের একপর্যায়ে আলিম দরজির সমর্থকেরা কাওসার দরজিকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান। 

ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল দরজি জানান, ‘নির্বাচনে পরাজিত হয়ে আলিম দরজি ও তাঁর সমর্থকেরা হিংস্র হয়ে উঠেছে। তাই তাঁর ভাইয়ের ছেলে এনামুলসহ কয়েকজন কাওসারকে কুপিয়ে হত্যা করেছে। তা ছাড়া আলিম দরজি অন্য এলাকা থেকে লোকজন এনে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি এই হত্যার কঠিন বিচার চাই।’ 

এ ব্যাপারে জানতে পরাজিত ইউপি সদস্য আলিম দরজির মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে এক যুবক মারা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত