Ajker Patrika

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, গাজীপুর থেকে স্বামীকে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি 
মেহেদী হাসান। ছবি: আজকের পত্রিকা
মেহেদী হাসান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে কাকুলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুরে র‍্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, গতকাল সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যান মেহেদী হাসান। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘণ্টা পর আসামিকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, আজ দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত