নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দেওয়ার পর নিলয় আহমেদ বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু বন্দরের বাগবাড়ি এলাকার শোভন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি গেঞ্জি কারখানা পরিচালনা করতেন।
জানা যায়, গত ১ মে একজন নারীর অভিযোগের ভিত্তিতে বাবুকে ধরতে যায় পুলিশ। সে সময় পুলিশের ভয়ে একতলা বাড়ি থেকে ডোবায় ঝাঁপ দেন নিলয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।
নিহত বাবুর স্বজনেরা অভিযোগ করে বলছে, ‘কয়েক দিন আগে স্থানীয় রেষারেষির জের ধরে হাসিনা বেগম নামে এক নারী তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। এরই জের ধরে এসআই রওশন বাবুকে ধরতে এসে ধাওয়া দেয়। এ সময় বাবু ভয়ে একতালা বাড়ির ওপর থেকে ডোবায় ঝাঁপ দেয়। তাকে ধরতে না পেরে ওপর থেকে ঢিল ছুড়ে মারে এসআই। এরপর থেকেই বাবু নিখোঁজ ছিল। বুধবার সকালে ডোবায় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই তার লাশ দেখতে পাই আমরা।’
এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধারে এসে রোষানলে পরে বন্দর থানা-পুলিশ। নিহতের স্বজনেরাসহ স্থানীয়রা অভিযুক্ত এসআই এবং হাসিনা বেগমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমরা বাবু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসআই রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি আমরা।’
নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দেওয়ার পর নিলয় আহমেদ বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু বন্দরের বাগবাড়ি এলাকার শোভন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি গেঞ্জি কারখানা পরিচালনা করতেন।
জানা যায়, গত ১ মে একজন নারীর অভিযোগের ভিত্তিতে বাবুকে ধরতে যায় পুলিশ। সে সময় পুলিশের ভয়ে একতলা বাড়ি থেকে ডোবায় ঝাঁপ দেন নিলয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।
নিহত বাবুর স্বজনেরা অভিযোগ করে বলছে, ‘কয়েক দিন আগে স্থানীয় রেষারেষির জের ধরে হাসিনা বেগম নামে এক নারী তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। এরই জের ধরে এসআই রওশন বাবুকে ধরতে এসে ধাওয়া দেয়। এ সময় বাবু ভয়ে একতালা বাড়ির ওপর থেকে ডোবায় ঝাঁপ দেয়। তাকে ধরতে না পেরে ওপর থেকে ঢিল ছুড়ে মারে এসআই। এরপর থেকেই বাবু নিখোঁজ ছিল। বুধবার সকালে ডোবায় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই তার লাশ দেখতে পাই আমরা।’
এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধারে এসে রোষানলে পরে বন্দর থানা-পুলিশ। নিহতের স্বজনেরাসহ স্থানীয়রা অভিযুক্ত এসআই এবং হাসিনা বেগমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমরা বাবু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসআই রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি আমরা।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৫ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৬ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে