Ajker Patrika

করোনাকালে জনগণের পাশে আছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
করোনাকালে জনগণের পাশে আছে ডিএনসিসি

ঢাকা: করোনা পরিস্থিতিতে জনগণের পাশে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মহামারির এ সময়ে ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার দুপুরে কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এক সভায় একথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ভার্চ্যুয়াল পরিসরের এ সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

সভায় মেয়র বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রতি ওয়ার্ডের ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে সাহায্য করা হবে।

তিনি বলেন, ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার ১৯০৭টি মসজিদের ইমামকে ২ হাজার ও মুয়াজ্জিনকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরশনের কাউন্সিলরদের মাধ্যমে ১০ লক্ষ মাস্ক, ১ লক্ষ বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লক্ষ সাবান, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২ হাজার বোতল লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে বলেও জানান মেয়র।

আতিকুল বলেন, পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৫টি নগর মাতৃসদনে গত ৯ এপ্রিল থেকে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। এছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে এবং কালোবাজারি, মজুদদারি, অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত