নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনা পরিস্থিতিতে জনগণের পাশে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মহামারির এ সময়ে ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এক সভায় একথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ভার্চ্যুয়াল পরিসরের এ সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।
সভায় মেয়র বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রতি ওয়ার্ডের ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে সাহায্য করা হবে।
তিনি বলেন, ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার ১৯০৭টি মসজিদের ইমামকে ২ হাজার ও মুয়াজ্জিনকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরশনের কাউন্সিলরদের মাধ্যমে ১০ লক্ষ মাস্ক, ১ লক্ষ বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লক্ষ সাবান, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২ হাজার বোতল লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে বলেও জানান মেয়র।
আতিকুল বলেন, পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৫টি নগর মাতৃসদনে গত ৯ এপ্রিল থেকে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। এছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে এবং কালোবাজারি, মজুদদারি, অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
ঢাকা: করোনা পরিস্থিতিতে জনগণের পাশে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মহামারির এ সময়ে ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এক সভায় একথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ভার্চ্যুয়াল পরিসরের এ সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।
সভায় মেয়র বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রতি ওয়ার্ডের ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে সাহায্য করা হবে।
তিনি বলেন, ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার ১৯০৭টি মসজিদের ইমামকে ২ হাজার ও মুয়াজ্জিনকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরশনের কাউন্সিলরদের মাধ্যমে ১০ লক্ষ মাস্ক, ১ লক্ষ বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লক্ষ সাবান, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২ হাজার বোতল লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে বলেও জানান মেয়র।
আতিকুল বলেন, পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৫টি নগর মাতৃসদনে গত ৯ এপ্রিল থেকে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। এছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে এবং কালোবাজারি, মজুদদারি, অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালককে সহযোগী করে যাত্রীর কাছ থেকে নগদ, মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে‘আমরা আগামীকাল বা পরশুর মধ্যে নতুন প্ল্যান নেওয়ার চেষ্টা করছি। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা আগে অ্যাসেসমেন্ট করে নিই, তারপরে আশা করছি, দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে।’
২৩ মিনিট আগেরাজধানীর ব্যস্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার দিনভর থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও দুই পক্ষের মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার...
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির জাবি শাখা। এতে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত করা হয়েছে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিবকে এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি
২ ঘণ্টা আগে