Ajker Patrika

কারখানায় আগুন লাগানোর অভিযোগে ২ শ্রমিক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
কারখানায় আগুন লাগানোর অভিযোগে ২ শ্রমিক গ্রেপ্তার

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগানোর অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

গ্রেপ্তার শ্রমিকেরা হলেন, কারখানার পলিম্যান ও রংপুর জেলার কোতোয়ালি থানার পাগলাপীর এলাকার বাসিন্দা তহুরা বেগম (৪০), এবং কারখানার সুপারভাইজার ও মাগুরা জেলার সদর থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা হালিমুজ্জামান (৩৬)। তাঁরা সাভারে ইমান্দীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের ইমান্দিপুরে অবস্থিত পাকিজা নীট কম্পোজিট কারখানার প্যাকিং সেকশনে আগুন লাগে। এরপর সন্দেহ হলে তাঁদের দুজনকে আটক করে কারখানা কর্তৃপক্ষ। পরে পুলিশে খবর দেওয়া হয়। আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন কারখানার নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক ফেরদৌস মোল্লা। 

ওই মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কারাখানার প্যাকিং সেকশনে পলি করার একটি টেবিলের নিচে থাকা ২০০টি গেঞ্জির একটি বান্ডিলে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা মিলে আগুন নেভান। তবে এতে প্রায় লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান ঘটনার ৭ থেকে ৮ মিনিট আগে হালিমা ওই টেবিলের নিচে সন্দেহমূলকভাবে অবস্থান করছিল। কারখানা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তহুরা স্বীকার করে, হালিমুজ্জামানের প্ররোচনায় তিনি আগুন লাগান। পরে তাঁদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের কাছে সিসিটিভির ফুটেজসহ বেশ কিছু প্রমাণ আছে। তবে আমরা তা এখনো হাতে পাইনি।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে এবং তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। তাঁদের উদ্দেশ্য কি ছিল তা জানার চেষ্টাও চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত