Ajker Patrika

একগুচ্ছ ফুল হয়ে জবির পরীক্ষার হলে ফিরলেন সাজিদ

জবি প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৮
একগুচ্ছ ফুল হয়ে জবির পরীক্ষার হলে ফিরলেন সাজিদ

বিশ্ববিদ্যালয়ের বিভাগের শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের সহপাঠীকে গত মাসে হত্যা করা হয়েছে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তাঁর জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে।

আজ রোববার এ ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। নিহত সেই শিক্ষার্থীটি হলেন ইকরামুল হক সাজিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। 

জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা অবধি একটি আসন এভাবেই রাখা হয়। 

এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’ 

 ইকরামুল হক সাজিদ। সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দিই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরল।’ 

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত