Ajker Patrika

নতুন সোফায় লুকানো ফেনসিডিলের চালান, কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৩: ৪১
নতুন সোফায় লুকানো ফেনসিডিলের চালান, কারবারি গ্রেপ্তার

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সোফাসেটের ভেতর থেকে ফেনসিডিলের চালানসহ আল আমিন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কার্টনের ভারী কাগজে মোড়ানো সোফার ভেতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। 

আজ সোমবার বেলা সোয়া ১১টায় এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান। গতকাল রোববার বিমানবন্দর মহাসড়ক থেকে রাত সাড়ে ৯টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক কারবারি আল আমিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। 

জব্দ করা ১৯৭ বোতল ফেনসিডিল।র‍্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, দিনাজপুর থেকে সোফাসেটের ভেতরে করে একটি মাদকের চালান বিমানবন্দরের দিকে যাচ্ছে। পরে সোফাসেটের ভেতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।’ 

কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘আল আমিন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলার সীমান্ত থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে কেনাবেচা করে আসছিলেন। বিভিন্ন সময়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে রাজধানী, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।’ 

এ ঘটনায় গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত